Link PAN With Aadhaar: ৩১ মার্চের মধ্যে কীভাবে প্যানের সঙ্গে লিঙ্ক করাবেন আধার, জানুন ধাপেধাপে

আগামী ৩১ মার্চের মধ্যে প্যান ও আধারের মধ্যে লিঙ্ক বা সংযোগ করাতে হবে। তা না হলে আপনার প্যান কার্ড, নম্বর বাতিল হয়ে যেতে পারে। আয়কর জমা দিতে বড় সমস্যা পড়তে পারেন।

How To Update Aadhar Card (Photo Credits: PTI)

আগামী ৩১ মার্চের মধ্যে প্যান ও আধারের মধ্যে লিঙ্ক বা সংযোগ করাতে হবে। তা না হলে আপনার প্যান কার্ড, নম্বর বাতিল হয়ে যেতে পারে। আয়কর জমা দিতে বড় সমস্যা পড়তে পারেন। আগামী দিনে আর্থিক জরিমানাও দিতে হতে পারে। তাই একেবারে অবহেলা না করে এখনই প্যানের সঙ্গে আধার লিঙ্ক করিয়ে নিন। এটা আপনি নিজেই ওয়েবসাইট থেকে করতে পারেন।

এইভাবে প্যান ও আধার নম্বর সংযোগ বা লিঙ্ক করান----

সবার আগে প্যান এবং ইউজার আইডি ব্যবহার করে পোর্টালে নিজের নাম নথিভুক্ত বা রেজিস্টার করান

প্রথমে লগ ইন করুন। পাশওয়ার্ড ও জন্মের দিন -তারিখ ব্যবহার করে।

তারপর মেন্যু বারের ওপরে প্রোফাইল সেটিংয়ে ওপেন করে নেক্সটে যান। এররপর 'লিঙ্ক আধার'(Link Aadhaar) অপশনে ক্লিক করুন।

প্যান ডিটেলসে জন্ম দিন-তারিখ এবং লিঙ্গ আগে থেকেই দেওয়া থাকবে। সেই সমস্ত ডিটেলসগুলি মিলিয়ে নিন। যদি সেটা সঠিক না থাকে, সেগুলি ঠিক করে তারপর এগিয়ে চলুন। যদি দুটিই ঠিক থাকে, তাহলে খালি জায়গায় আপনার আধার নম্বর বসিয়ে দিন। সবশেষে 'link now'বটনে ক্লিক করুন।

এসএমএসের মাধ্যমে প্যান-আধার লিঙ্ক করতে পারবেন। সবার আগে আধার নম্বর বা UID নম্বর এবং প্যান হাতের কাছে রাখুন। তারপর ১২ সংখ্যা আধার নম্বর, তারপর প্যান নম্বর লিখে পাঠিয়ে দিন 567678 অথবা 56161 নম্বরে এসএমএসের মাধ্যমে।