Swiggy: সুইগির সিটিও ডেল ভাজের ইস্তফা, আসছেন মধুসূদন রাও, বলছে রিপোর্ট
সুইগির (Swiggy) চিফ টেকনোলজি অফিসার ডেল ভাজ ইস্তফা দিলেন। সুইগির চিফ টেকনোলজি অফিসার অর্থাৎ সিটিও ইস্তফা দেওয়ার পর ডেল ভাজের জায়গায় আসছেন মধুসূদন রাও। মানি কন্ট্রোলের খবর অনুযায়ী, ডেল ভাজ আগামী মাস পর্যন্ত সুইগির দায়িত্ব সামলাবেন। তারপরই ডেল ভাজের জায়গায় আসছেন মধুসূদন রাও। যদিও সইগির সিটিও পদ থেকে ইস্তফা দিয়ে মে মাসে ভাজ অফিসিয়ালি সরে গেলেও, তিনি উপদেষ্টা হিসেবে থাকছেন এই কোম্পানিতে। ডেল ভাজের জমানায় সুইগিতে যে উন্নয়নের জোয়ার এসেছে, তার জন্য কোম্পানি তাঁর কাছে কৃতজ্ঞ বলেও সংস্থার তরফে জানানো হয়।
২০১৮ সালে সুইগিতে যোগ দেন ডেল ভাজ। ওই সময় তিনি কোম্পানির ইঞ্জিনিয়ারিং এবং ডেটা সায়েন্সের প্রধান হিসেবে যোগ দেন। এরপর পদোন্নতি হয়ে ডেল ভাজ সুইগিত সিটিও পদে নিযুক্ত হন।