Jio 5G: দেশের আরও ২৭টা শহরে ৫জি পরিষেবা শুরু করছে জিও
দেশের আরও ২৭টি শহর ৫জি পরিষেবা চালু করতে চলেছে জিও। ভারতের ১৩টি রাজ্যের আরও ২৭টি শহরে ৫জি পরিষেবা শুরু করার কথা ঘোষণা করল মুকেশ আম্বানির সংস্থা।
দেশের আরও ২৭টি শহর ৫জি পরিষেবা চালু করতে চলেছে জিও। ভারতের ১৩টি রাজ্যের আরও ২৭টি শহরে ৫জি পরিষেবা শুরু করার কথা ঘোষণা করল মুকেশ আম্বানির সংস্থা। সব মিলিয়ে এখন ভারতের ৩৩১টি শহরে 5G-পরিষেবা দিচ্ছে জিও।
জিও-র ফাইভ জি নেটওয়ার্কে নতুন করে আওতায় আসতে চলা ১৩টি রাজ্যের ২৭টি শহরের মধ্যে আছে পশ্চিমবাঙলার নামও। আরও পড়ুন-কেমনভাবে ব্যবহার করবেন এই ইউপিআইয়ের লাইট অ্যাপ? দেখে নিন
দেখুন টুইট
চলতি বছর ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি শহরে জিও ৫জি পরিষেবা চালু হয়ে যাবে বলে মুকেশ আম্বানির কোম্পানির পক্ষ থেকে দাবি করা হয়েছে। প্রতি সেকেন্ডে ১ জিবি ডাউনলোড করা যায় জিও ফাইভ জি নেটওয়ার্কের মাধ্যমে।
যে সব রাজ্যের ২৭টি শহরে চালু হচ্ছে জিওর ফাইভ জি পরিষেবা সেগুলি হল- অন্ধ্রপ্রদেশ, কেরালা, কর্ণাটক, তেলঙ্গানা, তামিলনাড়ু, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, জম্মু-কাশ্মীর, পঞ্জাব।