Jeff Bezos Space Flight: 'স্পেস কলোনি' বানানোর লক্ষ্যে আগামিকালই মহাকাশে উড়তে চলেছেন জেফ বেজস
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি জেফ বেজস উড়তে চলেছেন মহাকাশে। আগামিকাল, মঙ্গলবার মহাকাশ যাত্রী হিসেবে নিজের সংস্থা 'ব্লু অরিজিন'-র তৈরি মহাকাশযান 'নিউ শেপার্ড'-এ চড়ে মহাকাশে পাড়ি দেবেন তিনি। গত ৫ জুলাই অ্যামাজন থেকে সিইও হিসেবে সরে দাঁড়িয়েছেন জেফ বেজস। মহাকাশযাত্রা পর্যটনে ব্লু অরিজিনের লক্ষ্যপূরণে মন দেবেন জেফ। তিন সদস্য নিয়ে মহাকাশে উড়ে যেতে চলেছেন জেফ বেজস।
মুম্বই, ১৯ জুলাই: বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি জেফ বেজস (Jeff Bezos ) উড়তে চলেছেন মহাকাশে (Space)। আগামিকাল, মঙ্গলবার মহাকাশ যাত্রী হিসেবে নিজের সংস্থা 'ব্লু অরিজিন'-র তৈরি মহাকাশযান 'নিউ শেপার্ড'-এ চড়ে মহাকাশে পাড়ি দেবেন তিনি। গত ৫ জুলাই অ্যামাজন থেকে সিইও হিসেবে সরে দাঁড়িয়েছেন জেফ বেজস। মহাকাশযাত্রা পর্যটনে ব্লু অরিজিনের (Blue Origin) লক্ষ্যপূরণে মন দেবেন জেফ। তিন সদস্য নিয়ে মহাকাশে উড়ে যেতে চলেছেন জেফ বেজস।
২০ জুলাই, সকাল ৯ টায় (ভারতীয় সময় সন্ধে ৬টা বেজে ৩০ মিনিট) যাত্রা করবে। বেজসের সহযাত্রী হবেন তাঁর ভাই মার্ক বেজস, ৮২ বছরের মহিলা পাইলট ওয়ালি ফাঙ্ক এবং অলিভার ডিমেন নামে একজন ডাচ কিশোর। মহাকাশে মানুষের জন্য 'স্পেস কলোনি' বানাবেন এই উদ্দেশে ২০০০ সালে শুরু হয় বেজসের 'ব্লু অরিজিন' যাত্রা। আরও পড়ুন, চাঞ্চল্যকর তথ্য! পেগাসাস স্পাইওয়্যারের হানা থেকে বাদ যাননি অভিষেক বন্দোপাধ্যায়-প্রশান্ত কিশোর
সব ঠিক থাকলে খুব শীঘ্রই পৃথিবীর মানুষ মহাকাশে ভ্রমণে যেতে পারবেন। অ্যামাজন ছেড়ে আপাতত এই স্বপ্নই সফল করতে চান জেফ বেজস।