Moon Photos Clicked by Chandrayaan 3: চাঁদের একদম কাছাকাছি পৌঁছে গিয়েছে চন্দ্রযান-৩, দেখুন ছবি

চাঁদের আরও কাছাকাছি পৌঁছল ভারতের চন্দ্রযান-৩ (Chandrayaan-3)। আজ, ২১ অগস্ট চন্দ্রযান-৩-র চাঁদে অবতরণের আরও এক ধাপ এগোল।

Moon Photos Clicked by Chandrayaan 3 (Photo Credit Twitter)

নয়াদিল্লি: চাঁদের আরও কাছাকাছি পৌঁছল ভারতের চন্দ্রযান-৩ (Chandrayaan-3)। আজ, ২১ অগস্ট চন্দ্রযান-৩-র চাঁদে অবতরণের আরও এক ধাপ এগোল। ল্যান্ডারটি এখন চাঁদের ২৫ কিমি কাছাকাছি বিন্দু এবং ১৩৪ কিলোমিটার দূরবর্তী বিন্দু নিয়ে একটি কক্ষপথে প্রবেশ করেছে। ইতিমধ্যে, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) চন্দ্রযানের ল্যান্ডার হ্যাজার্ড ডিটেকশন এবং এভয়েডেন্স ক্যামেরায় চাঁদের দূরবর্তী অঞ্চলের নতুন ছবি শেয়ার করেছে। দেখুন সেই ছবি।

দেখুন টুইট