Satya Nadella Meets PM Modi: ভারতের ডিজিটাল রূপান্তর অনুপ্রেরণাদায়ক, বলছেন Microsoft-এর প্রধান সত্য নাদেলা

বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করার পাশাপাশি সত্য নাদেলা জানালেন, এটা দেখে খুবই অনুপ্রাণিত লাগে যে ডিজিটাল রূপান্তরের দিকে ভারত (India) লক্ষ্য (focus)দেওয়ার ফলে তাদের আর্থিক অবস্থার (economic growth) ক্রমশ উন্নতি হচ্ছে।

সত্য নাদেলা ও নরেন্দ্র মোদি (Photo Credits: ANI)

নয়াদিল্লি: যতদিন যাচ্ছে ততই যেন ভারতের গুণগান গাইতে আরম্ভ করেছেন সারা বিশ্বের বিভিন্ন স্তরের মানুষরা। এবার ভারতের গুণগান করতে শোনা মাইক্রোসফটের চেয়ারম্যান ও চিফ এগজিকিউটিভ অফিসার (Microsoft Chairman And chief Executive Officer) সত্য নাদেলাকে (Satya Nadella)। বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Indian Prime Minister Narendra Modi) সঙ্গে বৈঠক করার পাশাপাশি সত্য নাদেলা জানালেন, এটা দেখে খুবই অনুপ্রাণিত লাগে যে ডিজিটাল রূপান্তরের (Digital Transformation) দিকে ভারত (India) লক্ষ্য (focus)দেওয়ার ফলে তাদের আর্থিক অবস্থার (economic growth) ক্রমশ উন্নতি হচ্ছে। আরও পড়ুন: Amazon Layoffs: ১৮ হাজার কর্মী ছাঁটাই করা হবে, জানালেন অ্যামাজনের সিইও

বৃহস্পতিবার নয়াদিল্লিতে (New Delhi) ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মাইক্রোসফটের প্রধান টুইট করেন, "গুরুত্বপূর্ণ একটি মিটিংয়ের জন্য নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাই। এটা দেখে খুবই অনুপ্রাণিত হচ্ছি যে ডিজিটাল রূপান্তরের নেতৃত্বে ভারত তাদের খুব দৃঢ়ভাবে তাদের অর্থনীতির বৃদ্ধি করছে। তাদের লক্ষ্যকে এই দিকে একমুখী করে এগিয়ে চলেছে। আমরাও ভারতের নাগরিকদের ডিজিটাল ইন্ডিয়া ভিশনকে (Digital India Vision) অনুভব করাতে সাহায্য করতে চাই এবং বিশ্বকে আলোকিত করতে চাই।"

ভারত সফরে এসে গতকালই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (India External Affairs S Jaishankar) সঙ্গে একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন মাইক্রোসফটের প্রধান। তার মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলি ছিল ডিজিটাল ডমিউনের গর্ভনেস ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়। তিন দিনের ভারত সফরে নাদেলার মুম্বই (Mumbai), বেঙ্গালুরু (Bengaluru) ও নয়াদিল্লিতে কর্মসূচি রয়েছে।

এর মধ্যে সফরের প্রথম দিনেই তিনি মুম্বইয়ের মাইক্রোসফট ফিউচার রেডি লিডারশিপ সামিটে বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেন, "ক্লাউড-বেসড সার্ভিসেস যা প্রকৃতগত ভাবে দক্ষ এবং গেম চেঞ্জার। এই ধরনের প্রযুক্তির ব্যবহার আগামীদিনে আরও বাড়বে।"



@endif