Honor 9S Smartphone: ৭ হাজার টাকার থেকেও কম দামে দুর্দান্ত স্মার্টফোন এল বাজারে

গত মাসে ভারতের বাজারে এসেছিল Honor 9A, Honor 9S এবং Honor MagicBook 15। এবার হুয়াই টেকনোলজির নতুন ফোন Honor 9S-র বিক্রি শুরু হল ভারতে। ১৪ অগাস্ট দুপুর ১২ টা থেকে সেল শুরু হল ফ্লিপকার্টে। ফোনটি কিনলেই মিলবে ১,৫০০ টাকার ছাড়, ফ্লিপকার্ট থেকে অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে কিনলে মিলবে ৫ শতাংশ পর্যন্ত আনলিমিটেড ক্যাশব্য়াক।

Honor 9S Smartphone (Photo Credits: Honor)

গত মাসে ভারতের বাজারে এসেছিল Honor 9A, Honor 9S এবং Honor MagicBook 15। এবার হুয়াই টেকনোলজির নতুন ফোন Honor 9S-র বিক্রি শুরু হল ভারতে। ১৪ অগাস্ট দুপুর ১২ টা থেকে সেল শুরু হল ফ্লিপকার্টে। ফোনটি কিনলেই মিলবে ১,৫০০ টাকার ছাড়, ফ্লিপকার্ট থেকে অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে কিনলে মিলবে ৫ শতাংশ পর্যন্ত আনলিমিটেড ক্যাশব্য়াক।

Honor 9S ফোনটিতে রয়েছে ১৪০০x৭২০ পিক্সেলের রিজলিউশন-সহ ৫.৪৫ ইঞ্চির HD+ ডিসপ্লে স্ক্রিন। ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলের জন্য থাকছে ৫ মেগাপিক্সেল শুটার। ব্র্যান্ড নিউ Honor 9S স্মার্টফোনটি পাওয়ার্ড বাই MediaTek Helio P22 চিপসেট। স্মার্টফোনটিতে রয়েছে ৩,০২০ মেগাহার্ৎজ ব্যাটারি। 2GB ব়্যাম + 32GB ইন্টারনাল স্টোরেজ এবং এটি মাইক্রো এসডি কার্ড দিয়ে এক্সপ্যান্ড করা যাবে ৫১২ জিবি পর্যন্ত।

Honor 9S স্মার্টফোনটিতে রয়েচে অ্যানড্রয়েড ১০ এবং Magic UI 3.1 অপারেটিং সিস্টেম। স্মার্টফোনটির দাম মাত্র ৬,৪৯৯ টাকা।