Alphabet Job Cuts: কর্মী ছাঁটাই গুগলের 'পেরেন্ট কোম্পানি' অ্যালফাবেটে, নিশ্চিত করলেন CEO
অ্যালফাবেটের অধীনস্ত স্বাস্থ্য কেন্দ্রীয় সংস্থা পুরনো ১৫ শতাংশ কর্মীকে বাদ দিয়ে নতুন করে কর্মী নিয়োগ করে সাজে উঠতে চাইছে। যা নিশ্চিত করেছেন সংস্থার সিইও স্টিফেন গিল্লেট।
গুগলের মাতৃ সংস্থা অ্যালফাবেট কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। সংস্থার অর্থনৈতিক মন্দার কথা বিবেচনা করে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চাইছে অ্যালফাবেট। এক বিপুল সংখ্যার কর্মী তাঁদের কর্ম সংস্থান হারাতে চলেছেন।
একাধিক মিডিয়া রিপোর্টে প্রকাশিত তথ্য অনুযায়ী, অ্যালফাবেট তার মোট কর্মশক্তির ২০ শতাংশ কর্মী ছাঁটাই করার ভাবনাচিন্তা করছে বলেই খবর। আর তা যদি না হয় সংস্থা তার সফটওয়ার ফার্ম থেকে অন্ততপক্ষে ৪০ জন কর্মীকে ছাঁটাই করবেই।
অ্যালফাবেটের অধীনস্ত স্বাস্থ্য কেন্দ্রীয় সংস্থা বুধবার একটি বিবৃতি প্রকাশ করে জানায়, পুনর্গঠনের লক্ষ্যে সংস্থা তার ১৫ শতাংশ কর্মী ছাঁটাই করতে চাইছে। অ্যালফাবেটের অধীনস্ত স্বাস্থ্য কেন্দ্রীয় সংস্থা পুরনো ১৫ শতাংশ কর্মীকে বাদ দিয়ে নতুন করে কর্মী নিয়োগ করে সাজে উঠতে চাইছে। যা নিশ্চিত করেছেন সংস্থার সিইও স্টিফেন গিল্লেট।
গুগলের কর্মী ছাঁটাইয়ের সংবাদ আগেই প্রকাশিত হয়েছে। সংস্থার উপর পর্যাপ্ত প্রভাব না থাকার দরুন গুগলের ৬ শতাংশ কর্মী অর্থাৎ প্রায় ১১,০০০ কর্মী চাকরি হারাতে চলেছে ২০২৩ সালে।