Google Pixel 4a: বাজেট-ফ্রেন্ডলি গুগলের নতুন স্মার্টফোন, দেখে নিন ফিচার্স এবং দাম

বাজেট ফ্রেন্ডলি Pixel 4a নিয়ে হাজির গুগল। তবে ভারতে আপাতত এই স্মার্টফোনটি লঞ্চ হওয়ার কোনও তারিখ ঘোষণা হয়নি। প্রাথমিকভাবে আমেরিকায় লঞ্চ করতে চলেছে ফোনটি। Google Store, Google Fi-তে করা যাচ্ছে বুকিং, ২০ অগাস্ট থেকে মার্কিন বাসিন্দারা কিনতে পারবেন এটা Google Store, BestBuy.com এবং Amazon.com-এ। 2340x1080 পিক্সেল রিজলিউশন-সহ ৫.৮১ ইঞ্চির FHD+ Punch-hole ডিসপ্লে রয়েছে ফোনটিতে।

Google Pixel 4a Launch (Photo Credits: Ishan Agarwal)

বাজেট ফ্রেন্ডলি Pixel 4a নিয়ে হাজির গুগল। তবে ভারতে আপাতত এই স্মার্টফোনটি লঞ্চ হওয়ার কোনও তারিখ ঘোষণা হয়নি। প্রাথমিকভাবে আমেরিকায় লঞ্চ করতে চলেছে ফোনটি। Google Store, Google Fi-তে করা যাচ্ছে বুকিং, ২০ অগাস্ট থেকে মার্কিন বাসিন্দারা কিনতে পারবেন এটা Google Store, BestBuy.com এবং Amazon.com-এ। 2340x1080 পিক্সেল রিজলিউশন-সহ ৫.৮১ ইঞ্চির FHD+ Punch-hole ডিসপ্লে রয়েছে ফোনটিতে।

মোবাইলটির ক্যামেরাতে রয়েছে চমক। ১২.২ এমপি রিয়ার ক্যামেরা সাপোর্টিং OIS এবং ডুয়াল পিক্সেল ফেস ডিটেকশন অটো ফোকাস রয়েছে Pixel 4a-তে। সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য ফোনের সামনে রয়েছে ৮ এমপি স্ন্যাপার। Pixel 4a স্মার্টফোনটি পাওয়ার্ড বাই Adreno 618 GPU-সহ Qualcomm Snapdragon 730G SoC। 6GB ব়্যাম + 128GB ইন্টারনাল স্টোরেজে মিলবে স্মার্টফোনটি। Pixel 4a স্মার্টফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম। স্মার্টফোনটিতে 18W ফাস্ট চার্জিং ফেসিলিটি-সহ রয়েছে ৩,১৪০ মেগাহার্ৎজ ব্য়াটারি।