Google Layoffs: গুগলে কর্মী ছাঁটাইয়ে এবার চাকরি গেল ভারতীয় বংশোদ্ভূত উচ্চপদস্থ অধিকর্তা

আর্থিক মন্দা সামলাতে গুগলে এখন বিশ্বজুড়ে কর্মী ছাঁটাই চলছে। কর্মী ছাঁটাইয়ের জেরে গুগলে চাকরি হারা হচ্ছেন হাজার হাজার কর্মী।

Google (Photo Credits: Pixabay)

আর্থিক মন্দা সামলাতে গুগলে এখন বিশ্বজুড়ে কর্মী ছাঁটাই চলছে। কর্মী ছাঁটাইয়ের জেরে গুগলে চাকরি হারা হচ্ছেন হাজার হাজার কর্মী। এবার গুগলের কর্মী ছাঁটাইয়ের ঝড় গিয়ে পড়ল ভারতীয় বংশোদ্ভূত উচ্চপদস্থ অধিকর্তা মাধব ছিন্নাপ্পার ওপর। ১৩ বছর ধরে তিনি গুগলে কাজ করছেন। অসাধারণ কিছু কাজ করে ধাপে ধাপে তিনি গুগলের ডিরেক্টর পদেও ওঠেন। গুগলের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রজেক্টও তিনি কাজ করছিলেন।

কিন্তু দুনিয়ার সেরা সার্চ ইঞ্জিন টেক জায়েন্ট তাঁকে জানিয়ে দেয়, তিনি দারুণ কাজ করলেও কর্মী ছাঁটাই করতে বাধ্য হওয়ায় তাঁকে আর কাজে রাখা সম্ভব হচ্ছে না। ফলে গুগলের চাকরি হয়ে পড়ছেন মার্কিন যুক্তরাষ্ট্রে দক্ষতার সঙ্গে কাজ করা ভারতীয় বংশোদ্ভূত মাধব।

দেখুন টুইট

চলতি বছরের গোড়া থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের একের পর এক ব্যাঙ্ক বিপর্যয়ের ফলে টেক কোম্পানিগুলিতে আর্থিক মন্দার ঝড় শুরু হয়েছে। মেটা থেকে অ্যামাজন, টুইটার, গুগল-এর মত বহুজাতিক সংস্থা কর্মী সঙ্কোচন করে খরচ কমানোর জন্য বড় মাপের কর্মী ছাঁটাইয়ের রাস্তায় হেঁটেছে।