Cyberattacks in India: ভারতে বাড়ছে সাইবার হানা, চলতি বছরে আর্থিক ক্ষতির পরিমাণ শুনলে চমকে উঠবেন
তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ভারতে সাইবার হানায় অর্থ ক্ষতির পরিমাণ ২৪.৩ কোটি। ফার্মার ক্ষেত্রে এই সাইবার হানাদারির জেরে ক্ষতির পরিমাণ ২২.১ কোটি। সবকিছু মিলিয়ে ২০২৪ সালের শুরু থেকে এখনও পর্যন্ত ভারতের বিভিন্ন ক্ষেত্রে যেভাবে সাইবার হানাদারি চলছে, তার জেরে অর্থ ক্ষতির পরিমাণ ক্রমশ উর্দ্ধমুখী।
দিল্লি, ৩১ জুলাই: দিনের পর দিন ধরে ভারতে সাইবার হানা (Cyberattacks ) । ২০২৪ সালে ভারতে (India) যে হারে সাইবার হানাদারি চলেছে এখনও পর্যন্ত, তার জেরে প্রায় ১৯.৫ কোটির ক্ষতি হয়েছে বলে খবর। বুধবার এমনই একটি রিপোর্ট প্রকাশ্যে আসায়, তা নিয়ে ছড়ায় চাঞ্চল্য। রিপোর্ট প্রকাশ, ২০২৪ সাল পর্যন্ত ভারতের শিল্প ক্ষেত্রে যে পরিমাণ সাইবার হানাদারি চলে, তার জেরে ২৫.৫ কোটির ক্ষতি হয়েছে।
অন্যদিকে, তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ভারতে সাইবার হানায় অর্থ ক্ষতির পরিমাণ ২৪.৩ কোটি। ফার্মার ক্ষেত্রে এই সাইবার হানাদারির জেরে ক্ষতির পরিমাণ ২২.১ কোটি। সবকিছু মিলিয়ে ২০২৪ সালের শুরু থেকে এখনও পর্যন্ত ভারতের বিভিন্ন ক্ষেত্রে যেভাবে সাইবার হানাদারি চলছে, তার জেরে অর্থ ক্ষতির পরিমাণ ক্রমশ উর্দ্ধমুখী। যা নিয়ে ভারতের বিভিন্ন ক্ষেত্রে অর্থ ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে।