Byjus Layoff: ব্যবসার বেগতিক হাল, আবার কর্মী ছাঁটাই বাইজুসে, কাজ হারাচ্ছেন বিপুল
আসন্ন শীতের আগে এড টেক সংস্থা বাইজুস তাঁদের আয় বৃদ্ধি এবং ব্যায়ের পরিমাণ কমিয়ে আনার লক্ষ্যে বছরের শুরুতেই ছাঁটাই অভিযান শুরু করেছে।
Byjus Layoff: ব্যবসার বেগতিক অবস্থা। বিক্রি কমেছে। কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে সংস্থার ক্ষতি পূরণের চেষ্টা করতে চাইছে এড টেক সংস্থা বাইজুস (Byjus Layoff)। গত বছরের শেষে সংস্থা প্রায় ২,৫০০ কর্মীকে ছাঁটাই করেছিল। সেই ছাঁটাই অভিযানে খ্যান্ত নয় বাইজুস। নতুন বছরে আবারও চাকরি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলেই জানা গিয়েছে।
আরও পড়ুনঃ পরিকাঠামো সাজাতে পুনরায় কর্মী ছাঁটাই পিন্টারেস্টে
তবে গতবারের মত এবার আর কর্মীদের কাউকে ইমেল মারফত ছাঁটাইয়ের মেল পাঠায়নি বাইজুস। সূত্রের খবর, ইমেল ফাঁস হওয়ার প্রবণতা থাকে। তাই কর্মীদের ফোন কল, হোয়াটসঅ্যাপ কল কিংবা গুগল মিটে যোগ দিতে বলা হয়েছিল। আর সেখানেই কর্মীদের চাকরি ছাঁটাইয়ের (Byjus Layoff) দুঃসংবাদ জানানো হয়েছে।
আরও পড়ুনঃ ‘বেচ দো’র বেহাল দশা! বিশ্বজুড়ে দেড় হাজার কর্মী ছাঁটাই, কোপ পড়ছে বহু ভারতীয়র ওপরেও
আসন্ন শীতের আগে এড টেক সংস্থা বাইজুস তাঁদের আয় বৃদ্ধি এবং ব্যায়ের পরিমাণ কমিয়ে আনার লক্ষ্যে বছরের শুরুতেই ছাঁটাই অভিযান শুরু করেছে। জানা গিয়েছে, ১,০০০ থেকে ১,২০০ বাইজুস কর্মী কাজ হারিয়েছেন (Byjus Layoff)। ইঞ্জিনিয়ারিং, সেলস, লজিস্টিকস, মার্কেটিং এবং কমিউনিকেশন টিম থেকে কর্মীদের ছাঁটাই করেছে বাইজুস। ইঞ্জিনিয়ারিং টিম থেকে ৩০০ কর্মী বাদ দেওয়া হয়েছে। এও জানা যাচ্ছে, বাইজুস তাঁর লজিস্টিকস বাইরে থেকে আউটসোর্সিং করছে। ফলে সংস্থা তাঁর অভ্যন্তরীণ লজিস্টিকসের কাঠামো ৫০ শতাংশ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।