Microsoft Global IT Outage Updates: ইতিহাসের সবচেয়ে বড় নেট বিপত্তিতে বন্ধ বিমান চলাচল, ওয়াশিংটনে থামল ট্রেন, লন্ডনে তালা স্টক এক্সচেঞ্জের

মাইক্রোসফটের সার্ভারে সমস্যায় দুনিয়া যেন থমকে গেল। বিপত্তির ফলে বসে গিয়েছে মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম। ইন্ডোজ চালালেই দেখা যাচ্ছে ব্লু স্ক্রিন এরব়।

Microsoft Global Outage: মাইক্রোসফটের সার্ভারে সমস্যায় দুনিয়া যেন থমকে গেল। বিপত্তির ফলে বসে গিয়েছে মাইক্রোসফটের উইন্ডোজ (Microsoft Windows) অপারেটিং সিস্টেম। ইন্ডোজ চালালেই দেখা যাচ্ছে ব্লু স্ক্রিন এরব়। যাকে ব্ল্যাক স্ক্রিন এরর বা STOP কোডও বলা হয়ে থাকে। গত কয়েক ঘণ্টা ধরে চলা মাইক্রোসফট, ক্রাউডস্ট্রাইকের বিপত্তিতে দুনিয়ার প্রায় সর্বত্র, প্রায় সব সেক্টরে প্রভাব পড়ছে। দুনিয়াজুড়ে ব্যাহত হয়েছে বিমান পরিষেবা।

টোকিও থেকে মুম্বই, ওয়াশিংটন থেকে ক্যালিফোর্নিয়ায় মাইক্রোসফটের বিপত্তির প্রভাবে বিমান-ট্রেন চলাচল বন্ধ, অফিসে কাজ বন্ধ। লন্ডনে বন্ধ করা দেওয়া হল স্টক এক্সচেঞ্জ। সরাসরি সম্প্রচার করা যাচ্ছে না স্কাই নিউজ সহ অনেক খবরের চ্যানেলের। মোটের ওপর মাইক্রোসফটের বিপত্তিতে সবচেয়ে বেশী প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান পরিষেবা, ব্যাঙ্ক, মিডিয়া সহ অন্তত পাঁচটি সেক্টর।

দেখুন ভিডিয়ো

বলা হচ্ছে এটাই দুনিয়ার ইতিহাসের বড় আইটি বা তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিপত্তি বা বিভ্রাট। দুনিয়া যে ঠিক কতটা মাইক্রোসফট নির্ভর তা প্রমাণ হচ্ছে ক্রমশ। মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবস্ততম ওয়াশিংটন ডিসি-তে পুরোপুরি বন্ধ করে দে ট্রেন বন্ধ করে দিতে বাধ্য হল প্রশাসন। প্রথমে মনে করা হয়েছিল এটা হয়তো বড় কোনও সাইবার হানা বা সাইবার অ্যাটাক। কিন্তু পরে জানা যায় মাইক্রোসফটের সার্ভারে সমস্যা। যদিও সেটাও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। অনেকে আবার পরে দাবি করলেন, ক্লাউডে সমস্যা।

তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কোথা সমস্যা সেটা মাইক্রোসফটের ইঞ্জিনিয়ররা চিহ্নিত করতে পেরেছেন।



@endif