Apple Watch Series Launched: Apple Watch Series 6, Watch SE, iPad Air এবং iPad 8 লঞ্চ করল ভারতে, একনজরে দেখে নিন দাম, ফিচার
ধামাকাদার অফার নিয়ে অ্যাপেল চলে এল Series 6, iPad Air, iPad 8th Gen এবং বাজেট-ফ্রেন্ডলি Watch SE; এছাড়াও অ্য়াপল ওয়ান, ফিটনেট+ এবং আরও বেশ কিছু চমক নিয়ে আসছে অ্যাপল। Apple Watch Series 6-এ রয়েছে GPS + সেলুলার; যার দাম শুরু হচ্ছে $399 অর্থাৎ ভারতীয় টাকায় ৪০,৯০০ টাকা থেকে (GPS Variant) এবং GPS + সেলুলার-র দাম ৪৯,৯০০ টাকা। এখনই অনলাইনে বুক করতে পারবেন আপনি পছন্দের ঘড়ি।
ধামাকাদার অফার নিয়ে অ্যাপেল চলে এল Series 6, iPad Air, iPad 8th Gen এবং বাজেট-ফ্রেন্ডলি Watch SE; এছাড়াও অ্য়াপল ওয়ান, ফিটনেট+ এবং আরও বেশ কিছু চমক নিয়ে আসছে অ্যাপল। Apple Watch Series 6-এ রয়েছে GPS + সেলুলার; যার দাম শুরু হচ্ছে $399 অর্থাৎ ভারতীয় টাকায় ৪০,৯০০ টাকা থেকে (GPS Variant) এবং GPS + সেলুলার-র দাম ৪৯,৯০০ টাকা। এখনই অনলাইনে বুক করতে পারবেন আপনি পছন্দের ঘড়ি।
Apple Watch Series 6-এ রয়েছে ব্লাড অক্সিজেন ফিচার, যা ব্যবহারকারীর শরীরের হালহকিকৎ জানাবে। এটির দাম ধার্য করা হয়েছে $279, তুলনামূলক সস্তার Apple Watch SE পাওয়ার্ড বাই ইন্ডাস্ট্রি-ফার্স্ট A14 Bionic Chip। নতুন 8th Gen iPad আপনি পাবেন ১০.২ ইঞ্চির রেটিনা ডিসপ্লে, A12 বায়োনিক, অ্যাপল কিবোর্ড এবং পেন্সিল সাপোর্ট; এটার দাম শুরু হবে $329 টাকা থেকে। A14 বায়োনিক চিপ-সব Apple iPad Air পেয়ে যাবেন $599। Apple iPad Air-র স্ক্রিনের ডিজাইনে রয়েছে চমক, ১০.৯ ইঞ্চির লিক্যুইট রেটিনা ডিসপ্লে, ১২ এমপি রিয়ার ক্যামেরা, ইনটিগ্রেটেড টাচ আইডি সেন্সর; তবে iPad Air কিনতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে আরও একটি মাস।
১৬ সেপ্টেম্বর অর্থাৎ বুধবার অ্যাপেল জানিয়েছে, iOS 14, iPadOS 14, tvOS 14 এবং WatchOS 7 বাজারে মিলবে আগামী ১৬ সেপ্টেম্বর থেকে। Apple Watch Series 6 এবং Watch SE মিলবে দু'ধরণের সাইজে- ৪০ এমএম এবং ৪৪ এমএম-এ।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)