Apple Supplier Foxconn: বিবাহিত হওয়ায় চেন্নাইয়ের অফিসে মহিলাদের কাজে নিল না অ্যাপেলের সরঞ্জাম সরবরাহকারী ফক্সকন! কিন্তু কেন
অবাক নিয়ম। বিয়ে করে ফেললে আর চাকরিতে নেওয়া যাবে না মহিলাদের। ভারতের চেন্নাইয়ে অ্যাপেলের আই ফোনের অ্যাসম্বিলিং বা প্রস্তুতের কাজ হয়। অ্যাপেলের প্রধান সরঞ্জাম সরবরাহকারী সংস্থা ফক্সকন-এর অফিস রয়েছে চেন্নাইয়ে।
অবাক নিয়ম। বিয়ে করে ফেললে আর চাকরিতে নেওয়া যাবে না মহিলাদের। ভারতের চেন্নাইয়ে অ্যাপেলের আই ফোনের অ্যাসম্বিলিং বা প্রস্তুতের কাজ হয়। অ্যাপেলের প্রধান সরঞ্জাম সরবরাহকারী সংস্থা ফক্সকন-এর অফিস রয়েছে চেন্নাইয়ে। সেখানে কাজে পেতে ইন্টারভিউ দিতে যান পার্বতী ও জানকি নামের দুই স্থানীয় বিবাহিত মহিলা। ফক্সকনের প্ল্যান্টে ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য দুই মহিলা অটোয় চেপে কোম্পানির প্রধান গেটের সামনে দাঁড়ালে নিরপত্তাকারীরা তাদের জিজ্ঞাসা করেন কেন তারা সেখানে এসেছে। এরপর দুই মহিলা জানান, চাকরির ইন্টারভিউয়ের জন্যই তারা ভিতরে যাবেন। কিন্তু তাদের নিরাপত্তারক্ষীরা জানা, আপনারা তো বিবাহিত। কি তাই তো? মহিলারা সম্মতি জানালে নিরাপত্তারক্ষীরা জানান, অ্যাপেলের সাপ্লাইয়ার ফক্সকন কোনও বিবাহিত মহিলা কর্মীকে তাদের ফ্যাক্টারির কাজে রাখে না।
এই বিষয় নিয়ে বিতর্কের মাঝে কোম্পানির প্রাক্তন এইচআর এক্সিকিউটিভ এস পল জানান, সাংস্কৃতিক ও সামাজিক কারণেই এই কোম্পানিতে বিবাহিত মহিলাদের কাজে রাখা হয় না। এর প্রধানত তিনটি কারণ-১) বিবাহিত হিন্দু মহিলারা শাঁকা-পলা সহ গলার হার, গয়না পরেন। এমন ধরনের জিনিস পরে ফোনের প্রোডাকশন করা যায় না। কিন্তু কোনও বিবাহিত মহিলাকে সেগুলি খুলে কাজ করতে বলাটা সংস্কৃতি বিরোধী হয়ে যেতে পারে। দু নম্বর কারণ হল-বিবাহিত মহিলাদের ওপর পারিবারিক চাপ থাকে, ফলে তাদের কাজে অনুপস্থিতির কারণ বেশী তৈরি হয়। এতে প্রোডাকশনে ক্ষতি হতে পারে।
বিবাহিত মহিলাদের কাজে না হওয়ার তৃতীয় বড় কারণ হিসেবে বলা হয়েছে, বিবাহিত হওয়ার পর স্বাভাবিকভাবেই সন্তান হওয়ার সম্ভাবনা থাকে। তাই গর্ভাবস্থায় এই ধরনের প্রোডাকশনের কাজে শারীরিক ধকল থেকে তাদের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। তাইওয়ানেও ফক্সকনের ফ্যাক্টারিতে বিবাহিত মহিলাদের কাজে না নেওয়ার নিয়ম আছে। সেখানে অনেক মহিলাই তাদের বিয়ের কথা গোপন করে কাজ করেন বলে শোনা গিয়েছে।
তবে এই বিষয়ে ফক্সকনের পক্ষ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি। কোম্পানির 'কোড অফ কনডাক্ট'-এ অবশ্য পরিষ্কার বলা হয়েছে, বিবাহিত বা অবিবাহিত-এইসব বিষয়ের ওপর কোমিপানির নিয়োগের কোনও সম্পর্ক নেই।