ফোনের পর এবার ল্যাপটপ, খুব সস্তায় JioBook আনছে রিলায়েন্স

JIOPhone Next-এর পরে এবার ল্যাপটপ আনতে চলেছে জনপ্রিয় টেলিকম সংস্থা রিলায়েন্স। ল্যাপটপের নাম হচ্ছে JioBook, চলতি বছরের গোড়াতেই JioBook ল্যাপটপের খবর নেটমাধ্যমে লিক হয়ে যায়।

Reliance JioBook Laptop (Photo Credits: XDA Developers)

JIOPhone Next-এর  পরে এবার ল্যাপটপ আনতে চলেছে  জনপ্রিয় টেলিকম সংস্থা রিলায়েন্স।  ল্যাপটপের নাম হচ্ছে JioBook, চলতি বছরের গোড়াতেই JioBook ল্যাপটপের খবর নেটমাধ্যমে লিক হয়ে যায়। এখন MySmartPrice-এর রিপোর্ট অনুসারে  গিকবেঞ্চে  JioBook-কে দেখা গেছে। মানে খুব শিগগির আসতে চলেছে Jio-র এই ল্যাপটপ। এখন  সিঙ্গল কোর টেস্টে JioBook-এর পয়েন্ট  ১ হাজার ১৭৮। আর মাল্টি কোর টেস্টে পয়েন্ট হল ৪ হাজার ২৪৬। অ্যানড্রয়েড -11 অপারেটিং সিস্টেম থাকছে  JioBook-এ। সেইসঙ্গে  2 GB RAM। সংস্থার ইউজার ইন্টারফেস JioOS ব্যবহার করতে পারে বলে খবর। আরও পড়ুন-Inspector Rajeshwari: জলমগ্ন চেন্নাইতে অচেতন ব্যক্তিকে কাঁধে তুলে ছুটেছেন, ইন্সপেক্টর রাজেশ্বরীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

Reliance JioBook Laptop (Photo Credits: XDA Developers)

এছাড়াও  1366x768 pixels , Bluetooth, 4G LTE connectivity, dual-band Wi-Fi, HDMI connector_ সবই থাকছে এই JioBook-এ। তবে ল্ঠাপটপ কিনলেই প্রিলোডেড হিসেবে ইউজার পেয়ে যাবেন Jio-র বিভিন্ন Apps, যেমন_JioMeet, JioPages এবং JioStore , তবে JioBook লঞ্চের আগে এই ল্যাপটপ নিয়ে বেশ কয়েকটি টিজার দেখার আশায় রয়েছি।

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now