Aditya-L1 Mission Update: তৃতীয় পৃথিবী-বাউন্ড সফলভাবে সম্পন্ন করল আদিত্য-এল১

সৌর মিশন আদিত্য-এল১ তৃতীয় আর্থ-বাউন্ড ম্যানুভার (EBN#3) সফলভাবে সম্পাদিত হল।

Aditya-L1 Mission Update (Photo Credit: ANI)

নয়াদিল্লি : ভারতের সৌর মিশন আদিত্য-এল১ তৃতীয় আর্থ-বাউন্ড ম্যানুভার (EBN#3) সফলভাবে সম্পাদিত হল। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) রবিবার সকালে টুইট করে জানিয়েছে, ভারতের প্রথম সৌর মিশন আদিত্য-এল ১  তৃতীয়বার পৃথিবী-বাউন্ড কৌশল সফলভাবে সম্পাদন করেছে। এখন নতুন কক্ষপথ হলো ২৯৬ কিমি x ৭১৭৬৭ কিমি। পরবর্তী কৌশলটির (EBN#4) দিন আগামী ১৫ সেপ্টেম্বর নির্ধারিত হয়েছে।  আরও পড়ুন : Aditya-L1 Clicks Images Of Earth-Moon: মহাকাশে সেলফি তুলল আদিত্য, পৃথিবী এবং চাঁদের ছবিও ধরা পড়ল সৌরযানের ক্যামেরায়

গত ২ আগস্ট ইসরো দেশের প্রথম সৌর মিশন- আদিত্য-এল ১, সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করে। এটি সূর্যকে কাছ থেকে অধ্যয়ন করার জন্য সাতটি ভিন্ন পেলোড বহন করছে, যার মধ্যে চারটি সূর্য থেকে আলো পর্যবেক্ষণ করবে এবং অন্য তিনটি প্লাজমা এবং চৌম্বক ক্ষেত্রের ইন-সিটু প্যারামিটার পরিমাপ করবে।

দেখুন টুইট

ভারতের আদিত্য এল১ পৃথিবী থেকে ১৫ লাখ কিলোমিটার দূরে অবস্থিত একটি বিন্দু থেকে সূর্যকে অধ্যয়ন করছে। এর আগে দ্বিতীয় পৃথিবী-বাউন্ড ম্যানুভারটি গত ৫ সেপ্টেম্বর সফলভাবে সম্পন্ন হয়েছিল। প্রথমটি হয়েছিল ৩ সেপ্টেম্বর।