মহিলা ফুটবল বিশ্বকাপ ২০১৯: গুগল ডুডলে আজ স্ট্যাচু ছেড়ে বেরিয়ে এসে লিবার্টির প্রতীক সেই মহিলাও ফুটবল খেলছে
মহিলা বিশ্বকাপ ফাইনালের আগে ফুটবলের রঙে রঙীন গুগল ডুডুল। ফ্রান্সে মহিলাদের ফুটবল বিশ্বকাপের ফাইনালে আজ লিঁয় স্টেডিয়ামে মুখোমুখি আমেরিকা যুক্তরাষ্ট্র- নেদারল্যান্ডস।
মহিলাদের ফুটবল বিশ্বকাপ ২০১৯, Women's World Cup 2019 Google Doodle: মহিলা বিশ্বকাপ ফাইনালের আগে ফুটবলের রঙে রঙীন গুগল ডুডল (Google Doodle)। ফ্রান্সে মহিলাদের ফুটবল বিশ্বকাপের ফাইনালে আজ লিঁয় স্টেডিয়ামে মুখোমুখি আমেরিকা যুক্তরাষ্ট্র- নেদারল্যান্ডস। সেই ম্যাচ নিয়ে দারুণ এক ডুডল উপহার দিল গুগল। গুগল ডুডুলে আজ দেখা যাচ্ছে আমেরিকার প্রতীক স্ট্যাচু অফ লিবার্টির সেই মহিলাও আজ ফুটবল খেলছেন। মহিলা ফুটবলে মার্কিনীদের আধিপত্য বোঝাতেই এমন ডুডল করা হয়েছে।
মহিলা ফুটবলে আমেরিকা হল সুপার পাওয়ার। এবার নিয়ে পরপর তিনবার ফিফা মহিলা ফুটবলের ফাইনাল খেলছে আমেরিকা। গতবার, ২০১৫ কানাডায় আয়োজিত মহিলা বিশ্বকাপের ফাইনালে জাপানকে হারিয়ে বিশ্বসেরা হয়েছিল মার্কিন মহিলা দল। এবার মার্কিনীদের সামনে ফাইনালে নেদারল্যান্ডস। আরও পড়ুন- ICC World Cup 2019: সেমিফাইনালে কিউইদের সামনে ভারত, অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ইংল্যান্ড
সবাইকে চমকে দিয়ে ডাচ দল এবার ফাইনালে উঠেছে। তবে আমেরিকাই যে আজকের ফাইনালে ফেভারিট তা নিয়ে সন্দেহ নেই। এবার কাপ জিতলে আটবার আয়োজিত মহিলা ফুটবল বিশ্বকাপে চারবার চ্যাম্পিয়ন হবে আমেরিকা।
ডোনাল্ড ট্রাম্পের দেশের এই আধিপত্যের জন্য গুগল ডুডল আজ এমনভাবে সাজানো হয়েছে। এদিকে তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে সুইডেন ২-১ গোলে হারাল ইংল্যান্ড। ২০১১ বিশ্বকাপেও তৃতীয় হয়েছিল সুইডেন।