Zinedine Zidane Brazil Coach? ব্রাজিলের কোচ হতে চলেছেন জিদান! অনেকটাই এগিয়েছে কথা

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে হতাশার বিদায় নিয়েছিল ব্রাজিল। টানা দুটো বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা।

Zinedine Zidane

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে হতাশার বিদায় নিয়েছিল ব্রাজিল (Brazil National Team)। টানা দুটো বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। কাতারে ব্যর্থতার পর ব্রাজিলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিতে (Tite)। তিতেই রাশিয়া ও কারাত-দুটো বিশ্বকাপে ব্রাজিলের কোচিং করিয়ে কিছুই করতে পারেননি। ব্রাজিল গত পাঁচটা বিশ্বকাপে খালি হাতে ফিরেছে। ২০২৬ বিশ্বকাপ তাই জিততেই হবে। এমন লক্ষ্যে হাইপ্রোফাইল সফল কোচের খোঁজে ব্রাজিল ফুটবল ফেডারেশন।

তিতের পরিবর্তে নেইমারদের কোচ হিসেবে কাকে আনা হয় তা নিয়ে বেশ কয়েকটি নাম ভাসছে। তাদের মধ্যে সবার আগে ফ্রান্সের কিংবদন্তী জিনেদাইন জিদান (Zinedine Zidane)। সূত্রের খবর, জিদানকে কোচ হিসেবে পেতে মরিয়া ব্রাজিল ফুটবল ফেডারেশনের কর্তারা প্যারিসে প্রতিনিধি পাঠিয়েছেন। জিদানের সঙ্গে ব্রাজিলের কথা এগোচ্ছে বলে খবর। ১৯৯৮ বিশ্বকাপের ফাইনালে জিদানের ফ্রান্সের কাছেই হেরেছিল ব্রাজিল। আরও পড়ুন-সেঞ্চুরি টেস্টে ডবল সেঞ্চুরি হাঁকিয়ে নজির ওয়ার্নারের

২০১৬ সালে প্রথমবার রিয়াল মাদ্রিদের কোচ হয়েই চ্যাম্পিয়ন্স লিগ জেতেন জিদান। ২০০২ সালে ফুটবলার হিসেবে, তার ১৪ বছর বাদে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জেতার নজির গড়েছিলেন জিদান। জিদানের মত ফুটবালরদের বুঝতে পারা, তুখোড় ফুটবল মস্তিষ্কের কাউকেই খুঁজছে ব্রাজিল। কোচ জিদানের সমস্যা হল তিনি কখনও দেশের ফুটবলে কোচিং করাননি। রিয়াল মাদ্রিদের বাইরেও এখনও কোচ হিসেবে কাজ করেননি। চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও জিদানকে কোচিংয়ে পোড়খাওয়া বলা যাবে না। এমন একজনকে ব্রাজিলের মত দলের দায়িত্ব দেওয়া ঠিক হবে কি না তা নিয়ে দ্বিধা ছিল। কিন্তু ব্রাজিলের ফুটবল কর্তারা পরে বোঝেন নেইমারদের বিশ্বকাপের স্বপ্নপূরণ করতে জিদানকেই দরকার।

দেখুন টুইট

দেশ ও ক্লাব-দুটো স্তরেই ফুটবলার হিসেবে অবিশ্বাস্য সাফল্য়ের পর রিয়াল কোচ হয়ে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিতিয়েছিন জিদান। ২০২৬ বিশ্বকাপে নেইমাররা জিদানের কোচিংয়ে খেলেই চ্যাম্পিয়ন সেটাই চাইছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। জিদানের পর সবচেয়ে বেশী যে নামটা আসছে তিনি হলেন ম্যান সিটি কোচ পেপ গুয়ার্দিওলা,