Yuvraj-Harbhajan: দেশের বিশ্বকাপজয়ী কিংবদন্তিদের নামে স্টেডিয়ামের প্যাভিলিয়ন, মোহালিতে পেলেন বিরল সম্মান

পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনআইএস বিন্দ্রা স্টেডিয়ামের বিখ্যাত টেরেস ব্লকের উত্তরমুখী প্যাভিলিয়নের নামকরণ করল দেশের দুই বিশ্বকাপজয়ী কিংবদন্তি ক্রিকেটার যুবরাজ সিং ও হরভজন সিং এর নামে।

Photo Credit_Instagram

ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia 1st T20I) প্রথম টি-২০ ম্যাচের আগেই ঘরের মাঠ মোহালিতে বিরল সম্মান পেলেন পঞ্জাবের দুই ভূমিপুত্র- হরভজন সিং (Harbhajan Singh) ও যুবরাজ সিং (Yuvraj Singh)।

 

View this post on Instagram

 

A post shared by Punjab Cricket Association (@pcacricketassociation)

পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন (Punjab Cricket Association, PCA )  আইএস বিন্দ্রা স্টেডিয়ামের বিখ্যাত টেরেস ব্লকের উত্তরমুখী প্যাভিলিয়নের নামকরণ করল দেশের দুই বিশ্বকাপজয়ী কিংবদন্তি ক্রিকেটারের নামে। এদিন  দুই খেলোয়াড়কে সংবর্ধনা দেয় পিসিএ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (Bhagwant Mann)।

 

View this post on Instagram

 

A post shared by Punjab Cricket Association (@pcacricketassociation)