Yashavi Jaiswal T20I Debut: টি-২০তে অভিষেক যশস্বী জয়সওয়ালের, ফিরলেন কুলদীপ, অপেক্ষা বাড়ল রিঙ্কু সিংয়ের

টেস্টে সাড়া জাগানো অভিষেকের পর এবার দেশের জার্সিতে টি-২০ ক্রিকেটে অভিষেক হল ভারতের তারকা ক্রিকেটার যশস্বী জয়সওয়ালের।

Yashavi Jaiswal T20I Debut. (Photo Credits: Twitter)

টেস্টে সাড়া জাগানো অভিষেকের পর এবার দেশের জার্সিতে টি-২০ ক্রিকেটে অভিষেক হল ভারতের তারকা ক্রিকেটার যশস্বী জয়সওয়ালের (Yashavi Jaiswal)। মঙ্গলবার প্রোভিডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে খেলতে নামলেন রাজস্থান রয়্যালস তথা মুম্বইয়ের তারকা ব্যাটার যশ্বসীর। ইশান কিষাণের পরিবর্তে ওপেনার হিসেবে খেলছেন যশস্বী। সিরিজের প্রথম দুটি ম্যাচে ইশান কিষাণ ব্যর্থ হওয়ায় যশস্বীর কাছে এবার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের দরজা খুলল। আইপিএলে চোখধাঁধানো পারফরম্যান্স করে সবার নজর করা যশস্বীর কাছে এবার সুযোগ আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রমাণ করার।

এর আগে চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্টে অভিষেক হয়েছিল যশ্বস্বীর। অভিষেক টেস্টে ২১ বছরের তারকা এই ক্রিকেটার ১৭১ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন।

দেখুন ছবিতে

এদিন, ইশানের পরিবর্তে যশস্বীর পাশাপাশি ভারতীয় দলে আরও একটি পরিবর্তন হল। রবি বৈষ্ণইয়ের জায়গায় প্রথম একাদশে ফিরলেন কুলদীপ যাদব। এই ম্যাচে জিতলেই সিরিজ পকেটে পুড়বে ওয়েস্ট ইন্ডিজ। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে চোট পেয়ে ছিটকে গেলেন ক্যারিবিয়ান তারকা জেসন হোল্ডার। হোল্ডারের পরিবর্তে খেলছেন রোস্টন চেজ। ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে প্রথমে ব্যাট করছে।

তৃতীয় টি-২০-তে ভারতের একাদশ- যশস্বী জয়সওয়াল, শুবমন গিল, সূর্যকুমার যাদব, তিলক ভর্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার, কুলদীপ যাদব।