Yashasvi Jaiswal: যশের সেঞ্চুরিতে জয়সওয়ালের শ্রেষ্ঠত্ব নো-সওয়াল, রোহিতের ব্যর্থতাতেও ভাইজাগে ভাল জায়গায় ভারত

ভাইজাগ টেস্ট যশস্বী জয়সওয়াল ময়। ভারতের প্রতিশ্রুতিমান তারকা ওপেনার ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুরন্ত সেঞ্চুরি করলেন।

Yashasvi Jaiswal

ভাইজাগ টেস্ট যশস্বী জয়সওয়াল ( Yashasvi Jaiswal)-ময়। ভারতের প্রতিশ্রুতিমান তারকা ওপেনার ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুরন্ত সেঞ্চুরি করলেন। একেবারে ওভার বাউন্ডারি হাঁকিয়ে টেস্ট কেরিয়ারে তাঁর দ্বিতীয় সেঞ্চুরিটি পূর্ণ করেন যশস্বী।  রোহিত শর্মা (১৪), শুবমন গিল (৩৪), শ্রেয়স আইয়ার (২৭)-দের ব্যর্থতার মাঝে উজ্জ্বল ২২ বছরের যশস্বী। দেশের মাটিতে এক সময় ফুচকা বিক্রি করে ক্রিকেটট খেলা চালিয়ে যাওয়া যশস্বীর এটি প্রথম শতরান। এর আগে গত বছর জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজে তাঁর অভিষেক টেস্টে খেলতে নেমে শতরান করার নজির গড়েছিলেন তিনি।

দেখুন এক ছক্কায় ৯৪ থেকে সেঞ্চুরি করে ফেললেন যশস্বী

উত্তরপ্রদেশের অখ্যাত গ্রাম থেকে মুম্বইয়ে ক্রিকেট খেলে জাতীয় দলে সুযোগ পাওয়ার যশস্বীর জীবন কাহিনিটা সবার কাছে অনুপ্রেরণার। এদিন তাঁর ইনিংসটাও তেমনই। চা পানের বিরতি পর্যন্ত টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ২২৫। যশস্বী ১২৫ রানে ব্যাট করছেন, সঙ্গে আছেন অভিষেক টেস্টে খেলতে নামা রজত পাতিদার।

এই সেশনে আউট হলেন শ্রেয়স আইয়ার। ইংল্যান্ডের বাঁ হাতি স্পিনার টম হার্টলের বলে আউট হন শ্রেয়স। প্রথমে সেশনে আউট হয়েছিলেন রোহিত শর্মা (১৪) ও শুবমন গিল (৩৪)। শর্মা আউট হয়েছিলেন শোয়েব বাশিরের বলে, আর গিলকে আউট করেন অ্যান্ডারসন।