ICC Under-19 World Cup 2022: বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু ভারতের ছোটদের
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আয়োজিত অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করল ভারত। গুয়েনায় আয়োজিত গ্রুপ বি-র প্রথম ম্যাচে ভারতের অনুর্ধ্ব ১৯ দল ৪৫ রানে হারাল দক্ষিণ আফ্রিকা জুনিয়র দলকে।
গুয়েনা, ১৬ জানুয়ারি: ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আয়োজিত অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে (ICC Under 19 World Cup) জয় দিয়ে অভিযান শুরু করল ভারত। গুয়েনায় আয়োজিত গ্রুপ বি-র প্রথম ম্যাচে ভারতের অনুর্ধ্ব ১৯ দল ৪৫ রানে হারাল দক্ষিণ আফ্রিকা জুনিয়র দলকে। প্রথমে ব্যাট করে ভারতের ছোটরা করেছিল ২৩২ রানে অল আউট হয়ে যায়। অধিনায়ক যশ ধুল ৮২ রানের অনবদ্য ইনিংস খেললেও বাকিরা সেভাবে কিছু করতে না পারায় বড় রান করতে পারেনি ভারত। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার ছোটরা মাত্র ১৮৭ রানে অল আউট হয়ে যায়। ভিকি ওসওয়াল ২৮ রানে ৫ উইকেট নিয়ে ভারতকে জেতান।
চার দলের গ্রুপে ভারত, দক্ষিণ আফ্রিকা ছাড়াও আছে আয়ারল্যান্ড ও উগান্ডা। গ্রুপের অন্য ম্যাচে আয়ারল্যান্ড ৩৯ রানে হারায় উগান্ডাকে। বুধবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে আয়ারবল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারতের ছোটরা। আরও পড়ুন: বিরাট পদত্যাগে কী বললেন সতীর্থ রোহিত শর্মা
মোট ১৬টি দেশকে নিয়ে হচ্ছে এবারের আইসিসি অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ। ১৬টি দেশকে ৪টি গ্রুপে ভাগ করে শুরু হয়েছে টুর্নামেন্ট। প্রতিটি গ্রুপ থেকে ২টি করে দেশ কোয়ার্টার ফাইনালে উঠবে। আজ ভারতের ছোটরা জেতায়, কোয়ার্টার ফাইনালে ওঠা কার্যত নিশ্চিত হল।