Wrestling Federation of India: কুস্তি ফেডারেশনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, ৭২ ঘণ্টার মধ্যে জবাব চাইল ক্রীড়ামন্ত্রক
এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসের সোনাজয়ী এই কুস্তিগীর বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন। অলিম্পিক পদকজয়ী সাক্ষী মালিক, বজরং পুনিয়া-সহ ৩০ জনেরও বেশি কুস্তিগীর দিল্লির যন্তর মন্তরে (Jantar Mantar) বিক্ষোভ দেখান। বিনেশ জানিয়েছেন, ব্রিজভূষণ শরণ সিং তাঁকে মানসিক হেনস্থা করেছেন, এমনকি তিনি আত্মহত্যার কথাও ভেবেছিলেন।
নয়াদিল্লি, ১৯ জানুয়ারি: বুধবার কোচ ব্রিজভূষণ শরণ সিং ( Brij Bhushan Sharan Singh)-এর বিরুদ্ধে যৌন হেনস্থার গুরুতর অভিযোগ এনেছেন অলিম্পিয়ান কুস্তিগীর বিনেশ ফোগত (Vinesh Phogat)। এই অভিযোগের আগামী ৭২ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা চেয়েছে কুস্তি ফেডারেশনের কাছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসের সোনাজয়ী এই কুস্তিগীর বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন। অলিম্পিক পদকজয়ী সাক্ষী মালিক (Sakshi Malik) , বজরং পুনিয়া (Bajrang Punia)-সহ ৩০ জনেরও বেশি কুস্তিগীর দিল্লির যন্তর মন্তরে (Jantar Mantar) বিক্ষোভ দেখান। বিনেশ জানিয়েছেন, ব্রিজভূষণ শরণ সিং তাঁকে মানসিক হেনস্থা করেছেন, এমনকি তিনি আত্মহত্যার কথাও ভেবেছিলেন। Protest Against Wrestling Federation of India:দিল্লিতে কুস্তি ফেডারেশনের বিরুদ্ধে প্রতিবাদ বজরং পুনিয়া, সাক্ষী মালিক-সহ প্রথম সারির কুস্তিগীরদের
তিনি বলেন, "অধ্যক্ষ (WFI প্রেসিডেন্ট) এবং জাতীয় শিবিরের কয়েকজন কোচ মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থা করেছেন। চোটের দায় কেউ নেবে না। তারা কুস্তিগীরদের জাতীয়তা থেকে নিষিদ্ধ করার কথা বলে। ডব্লিউএফআই প্রেসিডেন্ট আমাকে 'খোটা সিক্কা' বলে সম্বোধন করেছেন। আমি আত্মহত্যা করতে চেয়েছিলাম।""আজ খোলাখুলি বলেছি, কাল বেঁচে থাকব কি না জানি না। আমরা বহুবার অনুরোধ করেছি লখনউ থেকে শিবির সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। শুধু ওখানেই কেন? কারণ মহিলা কুস্তিগীরদের শিকার করা তাঁর পক্ষে সহজ, যোগ করেন তিনি।" বিক্ষোভের কয়েক ঘণ্টা পর, ক্রীড়ামন্ত্রকের তরফে
এক বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আগামী তিন দিনের মধ্যে কুস্তি ফেডারেশন যদি জবাব না দেয়, এটি জাতীয় ক্রীড়া উন্নয়ন কোডের বিধান অনুসারে ফেডারেশনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হবে। বিক্ষোভের মধ্যেই মহিলা কুস্তিগীরদের জন্য আসন্ন একটি কুস্তি শিবিরও বাতিল করেছে মন্ত্রক। উইমেন ন্যাশনাল রেসলিং কোচিং ক্যাম্প (Women National Wrestling Coaching camp), ২০২৩ সালে ১৮ জানুয়ারি থেকে লখনউয়ে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্সে ( National Centre of Excellence) ৪১ জন কুস্তিগীর এবং ১৩ জন কোচ ও সাপোর্ট স্টাফ নিয়ে শুরু হওয়ার কথা ছিল যা বাতিল করা হয়েছে।