Wrestling Ad-hoc Committee: কুস্তির অ্যাড-হক কমিটিতে জ্ঞান সিং, অশোক গর্গকে যোগ ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের
অনুরাগ ঠাকুর জানিয়েছিলেন, এশিয়ান গেমসের ট্রায়ালের আগে টেকনিক্যাল বিশেষজ্ঞদের প্রয়োজন থাকায় দু'জন কোচকে এই কমিটিতে রাখা হবে
মহিলা কুস্তিগীরদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠার পর ব্রিজভূষণ শরণ সিং সরে দাঁড়ানোয় ভারতীয় কুস্তি ফেডারেশনের অ্যাডহক কমিটিতে জায়গা পেলেন দুই ভারতীয় কুস্তিগীর জ্ঞান সিং ও অশোক গর্গ। উল্লেখ্য, বুধবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছিলেন, এশিয়ান গেমসের ট্রায়ালের আগে টেকনিক্যাল বিশেষজ্ঞদের প্রয়োজন থাকায় দু'জন কোচকে এই কমিটিতে রাখা হবে। আইওএ-র যুগ্ম সচিব ও ভারপ্রাপ্ত সিইও কল্যাণ চৌবে, এশিয়ান গেমসের সিলেকশন ট্রায়ালের কথা মাথায় রেখেই এই দুই কোচকে দলে নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার নিশ্চিত করেছেন। তিনি বিএস বাজওয়ার নেতৃত্বে অ্যাড-হক কমিটি বিভিন্ন বয়স-গ্রুপ ট্রায়াল পরিচালনা ছাড়াও আন্তর্জাতিক ইভেন্টে জাতীয় দলের অংশগ্রহণ সফলভাবে তত্ত্বাবধান করছিলেন।
এর আগে এশিয়ান অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-২০ কুস্তি চ্যাম্পিয়নশিপের আগে আইওএ-র নিযুক্ত অ্যাডহক কমিটির উদ্যোগে সোনীপতের সাই ফ্যাসিলিটিতে ট্রায়াল নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। চৌবি বলেন, "সোনীপতে আমার সফর ছিল চলমান কুস্তিগীরদের বাছাইয়ের ট্রায়াল সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করা এবং অংশগ্রহণকারীদের সাথে মতবিনিময় করা। আমি ট্রায়ালের সুষ্ঠু ও স্বচ্ছ আচরণে সন্তুষ্ট।" তিনি আরও যোগ করে বলেন যে বিরতির পর এই ২৫০০ তরুণ অ্যাথলিটদের জন্য বাছাই শিবিরটি একটি অত্যন্ত প্রয়োজনীয় ছিল, এছাড়া তারা আবার ময়দানে ফিরে আসার জন্য খুশি প্রকাশ করেছে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)