Wrestlers Protest Ends: তদন্ত কমিটি না হওয়া পর্যন্ত সরে দাঁড়াবেন কুস্তি ফেডারেশন প্রধান, জানালেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর
বজরং পুনিয়া আরও বলেন, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কুস্তিগীরদের নিরাপত্তাও নিশ্চিত করেছেন, কারণ তিনি আশা করছেন কমিটি এক মাসের মধ্যে তদন্ত শেষ করবে। আপনাদের মূল্যবান সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ। আশা করছি, কমিটি এক মাসের মধ্যে ফল দেবে এবং আমরা নিরপেক্ষ তদন্তের ব্যাপারে আশাবাদী।
নয়াদিল্লি, ২১ জানুয়ারি: কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের (Anurag Thakur) বাসভবনে দ্বিতীয় বৈঠকের পর শুক্রবার সন্ধ্যায় বিক্ষোভ তুলে নেন ভারতীয় কুস্তিগীররা। বৈঠকটি মধ্যরাতের পরে চলে, যার পরে কুস্তিগীর বজরং পুনিয়া (Bajrang Punia) সংবাদ মাধ্যমকে ঘোষণা করেন যে ভারতের কুস্তি ফেডারেশনের (Wrestling Federation of India) বিরুদ্ধে ঠাকুরের পদক্ষেপের আশ্বাসের পরে অন্যান্য কুস্তিগীররা বিক্ষোভ প্রত্যাহার করছেন। বজরং পুনিয়া আরও বলেন, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কুস্তিগীরদের নিরাপত্তাও নিশ্চিত করেছেন, কারণ তিনি আশা করছেন কমিটি এক মাসের মধ্যে তদন্ত শেষ করবে। আপনাদের মূল্যবান সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ। আশা করছি, কমিটি এক মাসের মধ্যে ফল দেবে এবং আমরা নিরপেক্ষ তদন্তের ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, 'ক্রীড়ামন্ত্রীর আশ্বাস অনুযায়ী আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। Hockey World Cup 2023, IND vs NZ Crossover Match: হকি বিশ্বকাপের সেমিফাইনালে কীভাবে যাবে ভারত? জেনে নিন
কুস্তিগীর বজরং পুনিয়ার সঙ্গে ক্রীড়ামন্ত্রীর বাসভবনে পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক চলে, ভিনেশ ফোগত (Vinesh Phogat), সাক্ষী মালিক (Sakshi Malik), রবি দাহিয়া (Ravi Dahiya), দীপক পুনিয়া (Deepak Punia), এবং অন্যান্যরা সন্ধ্যা ৭টায় পৌঁছেছিল।
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, তাঁর মন্ত্রক কুস্তিগীরদের অভিযোগ শুনেছে এবং সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে, পাশাপাশি কুস্তিগীরদের চাহিদার দিকেও নজর দেওয়া হবে। তিনি সব খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়েছেন মূল্যবান তথ্য দেওয়ার জন্য। তিনি আরও বলেন, "সাম্প্রতিক সময়ে আমরা একাধিক ক্রীড়া ফেডারেশনে পরিবর্তন দেখেছি এবং এই বিষয়টি বিবেচনা করা হবে। কুস্তিগীররা যে দাবি পেশ করবেন, তার দিকে নজর দেওয়া হবে। আমরা একটি তদারকি কমিটি গঠন করব এবং আগামীকাল সদস্যদের নাম ঘোষণা করব।"
তিনি আশ্বাস দিয়েছেন যে কুস্তি ফেডারেশন এবং এর সভাপতির বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের নিরপেক্ষ তদন্ত করবে তদারকি কমিটি। যৌন হয়রানি, আর্থিক অনিয়মসহ সব গুরুতর অভিযোগ তদন্ত করবে কমিটি। ঠাকুর আরও বলেন, ঠিকঠাক তদন্ত করে কমিটি পরবর্তী সিদ্ধান্ত নেবে। এই কমিটি ফেডারেশনের দৈনন্দিন কাজকর্মও খতিয়ে দেখবে এবং তদন্ত না হওয়া পর্যন্ত কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট সরে দাঁড়াবেন। তিনিও তদন্তে সহযোগিতা করবেন বলে নিশ্চিত করেছেন ক্রীড়ামন্ত্রী।
ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের (Brij Bhushan Sharan Singh) বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থা, স্পনসরশিপ ফান্ড আত্মসাৎ, অ্যাথলিটদের অব্যবস্থাপনার অভিযোগ তুলে বুধবার থেকে বিক্ষোভ দেখাচ্ছেন কুস্তিগীররা।