French Open 2023: দুনিয়ার ১৭২ নম্বরের কাছে হেরে শুরুতেই বিদায় ফেভারিট মেদভেদেভের
ফরাসি ওপেনের (French Open 2023) শুরুতে বড় অঘটন। পুরুষদের সিঙ্গলসে কাপ জেতার বড় দাবিদার রাশিয়ার ড্য়ানিলে মেদভেদভ
ফরাসি ওপেনের (French Open Tennis 2023) শুরুতে বড় অঘটন। পুরুষদের সিঙ্গলসে কাপ জেতার বড় দাবিদার রাশিয়ার ড্য়ানিলে মেদভেদভ (Daniil Medvedev)-কে হারিয়ে দিলেন অবাছাই খেলোয়াড় ব্রাজিলের থিয়েগো সেবোথ ওয়াইল্ড। পাঁচ সেটের লড়াই দুনিয়ার ১৭২ নম্বর ব্রাজিলের থিয়েগো পাঁচ সেটের লড়াইয়ে ৭-৬, ৬-৭, ২-৬,৬-৩, ৬-৪ হারালেন দুনিয়ার দু নম্বর মেদভেদভকে।
রাফায়েল নাদালের অনুপস্থিতি ক্লে কোর্টের গ্র্যান্ডস্লামে রুশ তারকা মেদভেদকে অন্যতম ফেভারিট হিসেবে ধরা হচ্ছিল। কোয়ালিফায়ার রাউন্ড থেকে যোগ্যতাঅর্জন করে আসা ব্রাজিলের থিয়েগো বড় প্রতিপক্ষকে ভয় না পেয়ে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে বছরের অন্যতম বড় অঘটন ঘটালেন। আরও পড়ুন-তিরুপতি মন্দিরে আইপিএল ট্রফির বিশেষ পুজো দিল সিএসকে-র, দেখুন ছবিতে
দেখুন ভিডিয়ো
ফরাসি ওপেনে নামার আগে ক্লে কোর্টের বড় টুর্নামেন্ট ইতালিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন মেদভেদ। দারুণ ছন্দেও ছিলেন তিনি। কিন্তু মঙ্গলবার ফরাসি ওপেনের প্রথম রাউন্ডে অখ্যাত ব্রাজিলিয়ান দুরন্ত টেনিসের কাছে সব এলোমেলো হয়ে গেল রুশ তারকার।