World Cup 2022 Qualifier: মেসি ম্যাজিকে তিন গোলে জয় আর্জেন্টিনার, এই প্রথম পয়েন্ট নষ্ট ব্রাজিলের
কাতার বিশ্বকাপে যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচে উরুগুয়েকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা। তবে কলম্বিয়ার কাছে আটকে গেল ব্রাজিল। দক্ষিণ আমেরিকায় বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বে দশম ম্যাচে এসে প্রথম পয়েন্ট নষ্ট করল ব্রাজিল। এর আগে বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বে ব্রাজিল টানা ৯টা ম্যাচে জিতেছিল।
কাতার বিশ্বকাপে (World Cup 2022) যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচে উরুগুয়েকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা (Argentina)। তবে কলম্বিয়ার (Colmbia) কাছে আটকে গেল ব্রাজিল (Brazil)। দক্ষিণ আমেরিকায় বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বে দশম ম্যাচে এসে প্রথম পয়েন্ট নষ্ট করল ব্রাজিল। এর আগে বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বে ব্রাজিল টানা ৯টা ম্যাচে জিতেছিল। ১০ ম্যাচ শেষে লিগ তালিকায় শীর্ষে ব্রাজিলের পয়েন্ট ২৮, সমসংখ্যাক ম্যাচে আর্জেন্টিনা ২২ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে আছে। তিন, চার, পাঁচ নম্বরে আছে যথাক্রমে ইকুয়েডর (১৬ পয়েন্ট), উরুগুয়ে (১৬ পয়েন্ট), কলম্বিয়া (১৫ পয়েন্ট)। লাতিন আমেরিকা থেকে পয়েন্ট তালিকায় প্রথম চারটে দেশ সরাসরি বিশ্বকাপ ২০২২ কাতারে মূলপর্বে খেলবে। পঞ্চম হওয়া দেশকে খেলতে হবে প্লে অফে।
এদিন, উরুগুয়ের বরুদ্ধে মেসির গোলে খাতা খোলে আর্জেন্টিনা। ম্যাচের ৩৮ মিনিটে মেসি দেশকে এগিয়ে দেন। বিরতির ঠিক আগে রডরিগো দ্য পল আর্জেন্টিনার ব্যবধান বাড়ান। ম্যাচের ৬২ মিনিটে আর্জেন্টিনার তৃতীয় গোলটি করেন লাটারো মার্টিনেজ। শুক্রবার আর্জেন্টিনা খেলবে পেরুর বিরুদ্ধে। আরও পড়ুন: অ্যাসেজ সিরিজের দল ঘোষণা ইংল্যান্ডের, নেই বেন স্টোকস
অন্যদিকে, কলম্বিয়ার বিরুদ্ধে খারাপ খেলে গোলশূন্য ড্র করল ব্রাজিল। গোলের কিছু সুযোগ তৈরি করলেও পেলের দেশ তা কাজে লাগাতে পারেনি। শুক্রবার ব্রাজিল খেলবে উরুগুয়ের বিরুদ্ধে।