ICC World Cup 2019: ১৩০ কোটির স্বপ্ন কাঁধে নিয়ে ইংল্যান্ডে উড়ে যাওয়ার আগে বিরাট কোহলি বললেন, চাপ সামলানোটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর
১৩০ কোটির স্বপ্ন কাঁধে নিয়ে ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে উড়ে গেল টিম ইন্ডিয়া। বিশ্বকাপে খেলতে উড়ে যাওয়ার আগে ভিড়ে ঠাসা সাংবাদিক সম্মলনে অধিনায়ক বিরাট কোহলি কথা দিলেন, ভাল ক্রিকেট খেলার।
মুম্বই, ২১ মে: ১৩০ কোটির স্বপ্ন কাঁধে নিয়ে ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে উড়ে গেল টিম ইন্ডিয়া (Team India)। বিশ্বকাপ (ICC World Cup 2019)-এ খেলতে উড়ে যাওয়ার আগে ভিড়ে ঠাসা সাংবাদিক সম্মেলনে অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) কথা দিলেন, ভাল ক্রিকেট খেলার। ভারত অধিনায়ক বারবার বললেন, ''সেরাটা দেওয়ার কোনও চেষ্টার খামতি করব না আমরা।'' দীর্ঘ আইপিএল (IPL)-এর ঠিক পরেই হচ্ছে বিশ্বকাপ, ভারতীয় ক্রিকেটারদের ক্লান্তিটা ফ্যাক্টার হয়ে যাবে না তো! সাংবাদিকদের উদ্বেগের এই প্রশ্নটা সোজা বাউন্ডারির বাইরে পাঠালেন ভারত অধিনায়ক। কোহলি সাফ বললেন, ''আমরা সবাই বিশ্বকাপে সেরাটা দিতে এতটা মরিয়া আছি যে ক্লান্তি বলে কোনও জিনিস আমরা টেরই পাব না।'' কোচ রবী শাস্ত্রী (Ravi Shastri) বললেন, ''গত পাঁচ বছর ধরে আমরা ধারাবাহিকভাবে ভাল খেলছি। বিশ্বকাপে দারুণ কিছু করে দেখানোর মত আমাদের দারুণ সুযোগ আছে। যদি আমরা আমাদের সেরাটা দিতে পারি তাহলে কাপটা আমাদের হতে পারে।''
কোহলি বললেন, ইংল্যান্ডের পিচ, পরিবেশের থেকেও গুরুত্বপূর্ণ হবে আমরা চাপটা কীভাবে সামলাতে পারি। কোহলির সাফ কথা, অনেক ৫০:৫০ ম্যাচ আমাদের সামনে আসবে, সে সময় ম্যাচগুলো জিততে আমাদের সবার আগে আমাদের চাপ সামলাতে হবে। কুলদীপ-চাহালের স্পিন জুটির কথা বলে কোহলি বোঝান তার দলের বোলিং শক্তির কথা। কেদার যাদব ফিট আছেন বলেও টিম ইন্ডিয়ার অধিনায়ক জানান। আইপিএলের সময় বিশ্বকাপ দলে থাকা বারতীয় বোলারদের বেশ তরতাজা দেখিয়েছে বলে কোহলি জানান।
কোচ শাস্ত্রী বলেন, ''কোহলি-র সঙ্গে ধোনির যোগাযোগটা দারুণ। আইপিএলে ধোনি যেমন খেললেন, তাতে মাহি বিশ্বকাপে দলের কাছে বড় সম্পদ হতে চলেছেন।'' প্রত্যাশা মত খেলতে পারলে নিজেদের এগিয়ে রাখলেও শাস্ত্রী মনে করছেন, এবার বিশ্বকাপে প্রতিটি দলই খুব ভাল। আর প্রত্যেকের মধ্যে ফারাক খুবই সামান্য। ইংল্যান্ড পাটা পিচ হলেও পরিবেশ বোলারদের সাহায্য করবে বলেই মনে করেন শাস্ত্রী।
বিশ্বকাপে ভারতের স্কোয়াড (Team India Squad)
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), শিখর ধাওয়ান, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক, বিজয় শঙ্কর, লোকেশ রাহুল, কেদার যাদব, হার্দিক পাণ্ডিয়া, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মহম্মদ সামি, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব , যুজবেন্দ্র চাহাল।
বিশ্বকাপে ভারতের ক্রীড়াসূচি -- (Team India's Schedule in ICC World Cup 2019)
৫ জুন- দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (সাউদাম্পটন)
৯ জুন- অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (ওভাল)
১৩ জুন- নিউজিল্যান্ডের বিরুদ্ধে (নটিংহ্যামশায়ার)
১৬ জুন- পাকিস্তানের বিরুদ্ধে (ম্যাঞ্চেস্টার)
২৩ জুন- আফগানিস্তানের বিরুদ্ধে (সাউদাম্পটন)
২৭ জুন- ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (ম্যানচেস্টার)
৩০ জুন- ইংল্যান্ডের বিরুদ্ধে (বার্মিংহ্যাম)
২ জুলাই- বাংলাদেশের বিরুদ্ধে (বার্মিংহ্যাম)
৬ জুলাই- শ্রীলঙ্কার বিরুদ্ধে (লিডস)