WT20 WC 2023: পুরুষদের ব্যর্থতা ঢেকে এই প্রথম ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার মহিলারা, সামনে অস্ট্রেলিয়া

অঘটন ঘটিয়ে মহিলাদের টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা। পুরুষ দল কখনও না পারলেও দক্ষিণ আফ্রিকার মহিলারা প্রথমবার বিশ্বকাপের ফাইনালে খেলবে।

South Africa Women's Cricket Team. (Photo Credits: Twitter)

এই প্রথম পুরুষ বা মহিলা, যে কোনও ধরনের যে কোনও ফর্ম্যাটের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে খেলবে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডকে হারিয়ে অঘটন ঘটিয়ে মহিলাদের টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা। পুরুষ দল কখনও না পারলেও দক্ষিণ আফ্রিকার মহিলারা প্রথমবার বিশ্বকাপের ফাইনালে খেলবে। শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে শক্তিশালী ইংল্য়ান্ডকে ৬ রানে হারাল আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা। এই প্রথম মহিলাদের টি-২০ বিশ্বকাপের ফাইনালে খেলবে দক্ষিণ আফ্রিকা। রবিবার কেপটাউনে ফাইনালে মুখোমুখি পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও আয়োজক দক্ষিণ আফ্রিকা।

মহিলাদের টি-২০ বিশ্বকাপ মানেই ফাইনালে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচ, এমন মিথটা এবার ভাঙল প্রোটিয়া। ২০১২, ২০১৪,২০১৮-শেষ চারটে টি-২০ বিশ্বকাপের তিনটে-তে ফাইনালে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। এবার সেই হিসেব উল্টে দিল আয়োজকরা। যে দক্ষিণ আফ্রিকা মহিলা দল এবার টি-২০ বিশ্বকাপটা শুরু করেছিল শ্রীলঙ্কার মত দলের কাছে হেরে। সেমিফাইনালেও দক্ষিণ আফ্রিকা উঠেছিল গ্রুপে মাত্র দুটো ম্যাচে জিতে রানরেটের ভিত্তিতে। আরও পড়ুন-সেমিফাইনালে হারের পর চোখের জল লুকোতে চশমা হরমনপ্রীতের, ভেঙ্গে পড়লেন প্রাক্তন অধিনায়কের সামনে

দেখুন টুইট

এদিন, সেমিফাইনালে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার মহিলারা নির্ধারিত ২০ ওভারে করে ৪ উইকেটে ১৬৪ রান। দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার লৌরা ওলভারট (৫৩) ও তাজমান ব্রিটস (৬৮) অনবদ্য ব্যাটিং করেন। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করে ইংল্যান্ড। তবে ন্যাট স্কিভার-ব্রুন্ট (৪০)-ফেরার পর চাপে পড়ে যায় ইংল্যান্ড। শেষ অবধি পুরো ২০ ওভার ব্যাট করে ইংল্যান্ড ৮ উইকেটে করে ১৫৮ রান। প্রোটিয়া পেসার আয়াবোঙ্গা খাকা (৪/২৯) দারুণ বোলিং করেন।