Women's Emerging Asia Cup: মহিলাদের এশিয়ান এমার্জিং কাপের ফাইনালে ভারত-বাংলাদেশ
মহিলাদের এশিয়ান এমার্জিং কাপে শুধু বৃষ্টি আর বৃষ্টি। বৃষ্টিভেজা মহিলাদের এই টি টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে কাল, বুধবার খেলবে ভারত এ ও বাংলাদেশ।
মহিলাদের এশিয়ান এমার্জিং কাপে শুধু বৃষ্টি আর বৃষ্টি। বৃষ্টিভেজা মহিলাদের এই টি টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে কাল, বুধবার খেলবে ভারত এ ও বাংলাদেশ। গ্রুপ লিগে ভারতীয় মহিলা এ দল মাত্র একটি খেলে একটাতে জয়ের পর বাকি সব ম্যাচ বৃষ্টিতে ধুয়ে যায়। এবার ভারত-শ্রীলঙ্কা সেমিফাইনাল ম্য়াচ রিজার্ভ ডে-তেও বৃষ্টির কারণে একটা বলও খেলা হল না। গ্রুপের ম্যাচে ভারতীয় মহিলা এ দল নেট রানরেটে এগিয়ে থাকায় তার ফাইনালে উঠল। প্রসঙ্গত, গ্রুপ লিগে ভারত ও শ্রীলঙ্কা দুটি দলই মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পায়। ভারত ৯ উইকেটে হারায় হংকংকে আর শ্রীলঙ্কা ৩ উইকেটে হারায় ইউএই-কে। গ্রুপে ভারত ও শ্রীলঙ্কার দুটি ম্যাচ ধুয়ে যায়। শ্বেতা শেরওয়াতের নেতৃত্বে খেলছে ভারতীয় মহিলা এ দল। ভারতীয় এই মহিলা দলে আছেন বাংলার তিতাস সাধু, আরসিবি-র তারকা স্পিনার শ্রেয়াঙ্কা পাটিল। এই টুর্নামেন্টে ভারত মাত্র একটি ম্যাচেই খেলেছে, হংকংয়ের বিরুদ্ধে সেই ম্য়াচে শ্রেয়াঙ্কা মাত্র ২ রান দিয়ে ৫ উইকেট নিয়ে নজির গড়েছিলেন।
তবে দ্বিতীয় সেমিফাইনালে বৃষ্টিবিঘ্নিত হলেও ফল হল। ৯ ওভারের ম্য়াচে বাংলাদেশের মহিলা দল ৬ রানে হারাল পাকিস্তানের মহিলা এ দলকে। ৯ ওভারে বাংলাদেশ ৭ উইকেটে করে ৫৯, সেখানে পাকিস্তান জবাবে তোলে ৪ উইকেটে ৫৩ রান। এবার বুধবার ফাইনালে খেলবে ভারতীয় মহিলা এ দল ও বাংলাদেশ মহিলা এ দল।
হংকংয়ের মং কোকে হচ্ছে এবারের এশিয়ান এমার্জিং কাপ। এই টুর্নামেন্টে এশিয়ার মোট তিনটি দেশের মহিলা এ দল ও বাকি পাঁচটি মহিলাদের জাতীয় দল। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার মহিলা এ দল এই এশিয়া কাপে অংশ নেয়। আর মূল জাতীয় মহিলা দল অংশ নিয়েছে বাংলাদেশ, নেপাল, হংকং, ইউএই ও মালয়েশিয়ার।