India Women’s Hockey Team: জাপানকে হারিয়ে টানা দুবার ফাইনালে ভারত, বুধবার খেতাব জিততে সালিমাদের সামনে চিন

মঙ্গলবার বিহারের রাজগিরে টুর্নামেন্টের সেমিফাইনালে জাপানকে ২-০ গোলে হারিয়ে কাপ জয়ের লড়াইয়ে উঠলেন সালিমা তেতেরা।

India Women's Hoceky Team. (Photo Credits: X)

মহিলাদের এশিয়ান হকিতে দাপট বজায় রাখল ভারত। বিহারে বাজল 'চক দে ইন্ডিয়া'। টানা দুবার মহিলাদের এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি ( Women’s Asian Champions Trophy 2024)- র ফাইনালে উঠল ভারত (India Women’s Hockey Team)। ভারত দুট্ গোলই হয় চতুর্থ কোয়ার্টারে। ম্যাচের ৪৮ মিনিটে প্রথম গোলটি পেনাল্টি কর্নার থেকে করেন নভনীত। এরপর ৫৬ মিনিটে দ্বিতীয় গোলটি লালরেমসিয়ামি-র। গ্রুপ লিগে সব কটা ম্যাচে জিতে সেমিফাইনালে উঠেছিল ভারতীয় মহিলা হকি দল। আর ফাইনালে উঠতে সালিমারা করলেন মোট ২৮টি গোল (৬টি ম্যাচে ৬টি জয়)।

টুর্নামেন্টের ইতিহাসে আট বারের মধ্যে এবার নিয়ে ভারতের মেয়েরা মোট ৫ বার ফাইনালে উঠল। তার মধ্য়ে ভারতীয় মহিলা দল এর আগে দু'বার এশিয়ান হকির চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেতাব জিতেছিল। বুধবার ফাইনালে ভারতের মেয়েদের সামনে চিন। প্রথম সেমিফাইনালে চিন ৩-১ গোলে হারায় মালয়েশিয়াকে। চলতি টুর্নামেন্টে লিগের খেলায় চিনকে ৩-০ গোলে হারিয়েছিল ভারত।

ফাইনালে ভারতীয় মহিলা হকি দল

গতবার রাঁচিতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে জাপানকে হারিয়ে খেতাব জিতেছিল ভারতীয় মহিলা হকি দল।