India vs Japan Live Streaming: ভারত বনাম জাপান মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালের খেলাটি দেখুন সরাসরি

মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে একটু পরেই মুখোমুখি হবে ভারত ও জাপান। ভারতীয় সময় বিকেল ৪টে ৪৫ মিনিট থেকে শুরু হবে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ।

Women Hockey (Photo Credit: Hockey India/ X)

India vs Japan Women's Hockey Live Streaming and Telecast Details: মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে একটু পরেই মুখোমুখি হবে ভারত ও জাপান। ভারতীয় সময় বিকেল ৪টে ৪৫ মিনিট থেকে শুরু হবে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। ছয় দলীয় টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে খেলবে চিন ও মালয়েশিয়া। বিহারের রাজগিরি হকি স্টেডিয়ামে হতে চলা এই সেমিফাইনালে লিগের খেলায় সব কটি ম্যাচে জিতে সেমিফাইনালে উঠেছে ভারতের চক দে বাহিনী। সেখানে জাপান ৫টি-র মধ্যে মাত্র একটিতে জিতে লিগে চতুর্থ স্থানে থেকে শেষ চারের ম্যাচে ভারতের বিরুদ্ধে খেলতে নামবে।

লিগের ম্যাচে ভারতীয় মহিলা হকি দল জাপনকে ৩-০ গোলে হারিয়েছিলেন নভনীত, দীপিকারা। লিগ পর্যায়ে ৫টি ম্যাচে মোট ২৬টি গোল করে সেমিফাইনালে খেলতে নামছে ভারতীয় মহিলা দল। সেখানে জাপান মাত্র ৬টি গোল করে, হজম করেছে ৯টি। সব মিলিয়ে ফেভারিট তকমা নিয়েই নামছে ভারতের প্রমিলা বাহিনী।

কবে, কোথায় আয়োজিত হবে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারত-জাপান ম্যাচ

আজ, ১৯ নভেম্বর মঙ্গলবার বিহারের রাজগির স্টেডিয়ামে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারত-জাপান ম্যাচটি আয়োজিত হবে। ভারতীয় সময় বিকেল ৪টে ৪৫ থেকে শুরু হবে খেলাটি।

টিভিতে কোথায় দেখা যাবে

সোনি টেন ১ চ্যানেলে সরাসরি দেখা যাবে। ডিডি স্পোর্টসেও সরাসরি সম্প্রচার করা হবে ম্যাচটি।

ইন্টারনেটের মাধ্যমে কীভাবে দেখা যাবে খেলাটি

সোনি লিভ অ্যাপের মাধ্যমে বিনামূল্যে খেলাটি দেখা যাবে।