টোকিও অলিম্পিকে ভারতের পদক জয়ের সেরা সম্ভাবনা প্রথম দু দিনে, জানেন কেন

২০২০ টোকিও অলিম্পিকে ভারতের পদক জয়ের সেরা বাজি হতে চলছে শ্যুটিং। ২০০৪ অলিম্পিক থেকেই শ্যুটিংয়ে নিয়মিত পদক জিতে আসছে ভারত। ২০০৮ বেজিং অলিম্পিকে ভারতের ঐতিহাসিক সোনার পদকটা শ্যুটিংয়েই জিতেছিলেন অভিনব বিন্দ্রা। যদিও ২০১৬ রিও অলিম্পিকে শক্তিশালী দল পাঠিয়েও একটা পদকও পায়নি ভারত। যদিও এবার টোকিও অলিম্পিকে ভারতের পদক জয়ের সবচেয়ে বেশি আশা দেশের শ্য়ুটারদের নিয়েই। আজ টোকিও অলিম্পিকে শ্যুটিংয়ের সূচি ঘোষিত হওয়ার পর দেখা যাচ্ছে, গেমসের প্রথম দু দিনের মধ্যে ভারতের পদক জয়ের সম্ভাবনা আছে।

তারকা শ্যুটার সঞ্জীব রাজপত। (Photo Credits: Twitter)

নয়া দিল্লি, ২ সেপ্টেম্বর: ২০২০ টোকিও অলিম্পিকে ভারতের পদক জয়ের সেরা বাজি হতে চলছে শ্যুটিং। ২০০৪ অলিম্পিক থেকেই শ্যুটিংয়ে নিয়মিত পদক জিতে আসছে ভারত। ২০০৮ বেজিং অলিম্পিকে ভারতের ঐতিহাসিক সোনার পদকটা শ্যুটিংয়েই জিতেছিলেন অভিনব বিন্দ্রা। যদিও ২০১৬ রিও অলিম্পিকে শক্তিশালী দল পাঠিয়েও একটা পদকও পায়নি ভারত। যদিও এবার টোকিও অলিম্পিকে ভারতের পদক জয়ের সবচেয়ে বেশি আশা দেশের শ্য়ুটারদের নিয়েই। আজ টোকিও অলিম্পিকে শ্যুটিংয়ের সূচি ঘোষিত হওয়ার পর দেখা যাচ্ছে, গেমসের প্রথম দু দিনের মধ্যে ভারতের পদক জয়ের সম্ভাবনা আছে। ২৪ জুলাই, বর্ণাঢ্য উদ্বোধনের পর, ২৫ জুলাই- ২ অগাস্ট টোকিও ওসাকা রেঞ্জে হবে অলিম্পিকের পদক জয়ের শ্যুটিং কম্পিটশন।

এক সপ্তাহ ধরে চলা শ্য়ুটিং বিভাগে ভারতের তারকা ও পদক জেতার সম্ভাবনা থাকা শ্য়ুটাররা গেমসের প্রথম দুটি দিনেই নামবেন। ২৫ জুলাই, টোকিও অলিম্পিক গেমসের প্রথম দিনে শ্য়ুটিংয়ের প্রথম ইভেন্টে নামবেন বিশ্বের এক নম্বর শ্য়ুটার অপূর্বা চান্ডিলা ও সাত নম্বর স্থানে থাকা অঞ্জুম মৌদগিল। আরও পড়ুন- মহম্মদ শামি-র বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

অপূর্বা-অঞ্জুম ১০ মিটার এয়ার রাইফেলে বিভাগে নামবেন। অপূর্বা-র কাছে পদকের আশা করা হচ্ছে। একই দিনে সৌরভ চৌধুরী ও অভিষেক বর্মা নামছেন ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে। সৌরভ আর অভিষেক এই বিভাগে চলতি বছরের চারটি শ্য়ুটিং বিশ্বকাপেই সোনা জিতেছেন। ফলে অলিম্পিকে তাদের ওপর বড় আশা রয়েছে।

২৬ জুলাই, গেমসের দ্বিতীয় দিনে নামবেন মানু ভাখের। যে মানু-কে এখন শ্য়ুটিং বিশ্বের বিষ্ময় বলে ডাকা হয়। ১০ মিটার এয়ার পিস্তলে মানু-র ইভেন্ট সেইদিনেই। মানু-র কাছে বড় প্রত্য়াশা রয়েছে। ভারতের শ্যুটিংয়ের শক্তির জায়গা হল এয়ার পিস্তল বিভাগ। প্রথম দু দিনে এয়ার পিস্তলে দারুণ ফল হলে, গেমসে যোগ দিতে চলা ভারতীয় ক্রীড়াবিদদের মনোবল বাড়বে। টোকিও অলিম্পিকে মোট ৯জন ভারতীয় শ্য়ুটারকে খেলতে দেখা যাবে। তাদের মধ্য়ে ৪জন পুরুষ শ্য়ুটার, ও পাঁচজন মহিলা শ্য়ুটার থাকছেন।

টোকিও অলিম্পিকে পুরুষদের ৬টি বিভাগে, মহিলাদের ৬টি বিভাগে, ও মিক্সড দলগত বিভাগের তিনটি বিভাগে খেলা হবে। মানে মোট ১৫টি সোনা জয়ের সুযোগ থাকছে। গতবার ২০১৬ রিও অলিম্পিক্সে শ্যুটিংয়ে ১৫টি সোনার মধ্যে ৪টি জিতেছিল ইতালি, ৩টি জার্মানি। এ ছাড়াও চিন, ভিয়েতনাম সহ সাতটি দেশ একটা করে সোনা জিতেছিল। ভারত গতবার শ্যুটিংয়ে শক্তিশালী দল পাঠিয়েও একটা পদকও জেতেনি।