IPL Auction 2025 Live

Samir Banerjee: রানীর দেশে আজ উইম্বলডন জিততে নামবে বাঙালি, জুনিয়রদের সিঙ্গলসের ফাইনালে খেলবে সমীর ব্যানার্জি

আজ বাঙালির ঘুম ভেঙেছে মেসির জয় দেখে। রাতটা আবার হ্যারি কেন বা ইতালির জয়ের জন্য গলা ফাটাতে মাঝরাতে চেঁচাবে বাঙালি। নিজের দেশ থেকে বহু বহু কিলোমিটার দূরে থাকা দেশের জয়ে আবেগে গা ভাসিয়ে বাঙালি ভাবে নিজেই জিতেছে। তবে আজ বাঙালির ব্যতিক্রমী রবিবার।

লন্ডন, ১১ জুলাই: Samir Banerjee Storms into Wimbledon's Junior Men's Singles Final। আজ বাঙালির ঘুম ভেঙেছে মেসির জয় দেখে। রাতটা আবার হ্যারি কেন বা ইতালির জয়ের জন্য গলা ফাটাতে মাঝরাতে চেঁচাবে বাঙালি। নিজের দেশ থেকে বহু বহু কিলোমিটার দূরে থাকা দেশের জয়ে আবেগে গা ভাসিয়ে বাঙালি ভাবে নিজেই জিতেছে। তবে আজ বাঙালির ব্যতিক্রমী রবিবার। আজ দুনিয়ার সেরা টুর্নামেন্টে নিজেদের জন্য গলা ফাটানোর সুযোগটা চলবে এসেছে বাঙালির কাছে। ক্রীড়াবিশ্বের সবচেয়ে সেরা ইভেন্টগুলোর একটায় ফাইনালে বাঙালিকে লড়তে দেখা যাবে।

যে খেলায়-যে কোর্টে নোভাক জকোভিচ (Novak Djokovic), রজার ফেডেরার, রাফায়েল নাদালদের মত মহাতারকাদের দাপট সেটাতেই বাঙালির অদৃশ্য পতাকা হাতে নামছে সমীর ব্যানার্জি। আজ, রবিবার উইম্বলডনে ছেলেদের জুনিয়র সিঙ্গলসের ফাইনালে খেলবে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা প্রবাসী বাঙালি সমীর।

১৭ বছরের আমেরিকার নিউ জার্সির সমীর প্রবাসী বাঙালি। ফাইনালে সমীর খেলবেন তাঁর দেশের খেলোয়াড় গুয়েমার্ভ ওয়েনবার্গের বিরুদ্ধে। ১৯৯০ সালে জুনিয়র উইম্বলডনের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছিলেন লিয়েন্ডার পেজ।

ছোটদের উইম্বলডনের সিঙ্গলসের সেমিফাইনালে সমীর ৭-৬, ৪-৬, ৬-২ হারায় ফরাসি গুয়েমার্ভ ওয়েনবার্গকে। ছোটদের ডবলসের সেমিফাইনালেও উঠলেও হেরে গিয়েছে সমীর।