India Beat Pakistan: এশিয়ান চ্যাম্পিয়ানস ট্রফিতে ভারত পাকিস্তানকে হারাতেই গোটা স্টেডিয়াম গাইছে 'বন্দেমাতরম', অপূর্ব ভিডিয়ো
বুধবার রাতে এশিয়ান হকি চ্যাম্পিয়ানস ট্রফিতে পাকিস্তানকে ৪-০ গোলে হারিয়ে দিলেন ভারতীয় হকি টিমের সদস্যরা।
চেন্নাই: বুধবার রাতে এশিয়ান হকি চ্যাম্পিয়ানস ট্রফিতে (Asian Hockey Champions Trophy 2023) পাকিস্তানকে (Pakistan) ৪-০ গোলে হারিয়ে (beat) দিলেন ভারতীয় হকি টিমের (Indian Hockey Team) সদস্যরা। আর তারপরই অপূর্ব এক দৃশ্যের সাক্ষী হলেন তামিলনাড়ুর (Tamilnadu) রাজধানী চেন্নাইয়ের (Chennai) মেয়র রাধাকৃষ্ণন স্টেডিয়ামে (Mayor Radhakrishnan Stadium) হাজির সমস্ত মানুষ।
ভারতের জয়ের পরেই উপস্থিত দর্শকরা সমবেত কণ্ঠে গাইতে (singing) আরম্ভ করলেন দেশের জাতীয় সঙ্গীত বন্দেমাতরম (Vande Mataram)। গান গাইতে গাইতে মোবাইলের টর্চ জ্বালিয়ে নাড়াচ্ছিলেন অনেকে। যা সৃষ্টি করেছিল অপূর্ব এক মুহূর্তের। যার ভিডিয়ো (Video) সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই মন কেড়ে নিয়েছে নেটিজেনদের।
দেখুন ভিডিয়ো:
খেলার পর স্টেডিয়ামের বাইরে ভারত-পাকিস্তান ম্যাচের সাক্ষী থাকা এক দর্শক নবীন বলেন, "ম্যাচটা (Match) দারুণ হয়েছে। ভারত খুব ভালো খেলেছে।" প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে রবিবার মালয়েশিয়াকেও ৫-০ গোলে হারিয়ে ছিল ভারত। এবার পাকিস্তানকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল।" আরও পড়ুন: Kane Williamson Injury Update: রিহ্যাবে উইলিয়ামসন! বিশ্বকাপে কেনের ফেরার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না নিউজিল্যান্ড
দেখুন ভিডিয়ো: