Mamata Banerjee On Wrestlers Protest: কুস্তিগীরদের সমর্থনে হাজরা থেকে রবীন্দ্রসদন পর্যন্ত প্রতিবাদ মিছিল মমতার, দেখুন ভিডিয়ো
কুস্তিগীরদের সমর্থনে হাজরা থেকে রবীন্দ্রসদন পর্যন্ত প্রতিবাদ মিছিল মমতারধবার বিকেলে কুস্তিগীরদের এই বিক্ষোভকে সমর্থন জানিয়ে হাজরা থেকে দলীয় নেতা-কর্মীদের নিয়ে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিল করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: কুস্তিগীরদের সমর্থনে হাজরা থেকে রবীন্দ্রসদন পর্যন্ত প্রতিবাদ মিছিল মমতারধবার বিকেলে কুস্তিগীরদের এই বিক্ষোভকে (wrestlers protesting) সমর্থন (support) জানিয়ে হাজরা (Hazra) থেকে দলীয় নেতা-কর্মীদের নিয়ে রবীন্দ্র সদন (Rabindra Sadan) পর্যন্ত মিছিল করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM Mamata Banerjee)।
এপ্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা আমাদের কুস্তিগীরদের নিয়ে গর্বিত। তাঁরা দিল্লিতে ন্যায় বিচারের জন্য যে বিক্ষোভ দেখাচ্ছেন তাকে কড়া হাতে দমন করে প্রতিবাদীদের মুখ বন্ধ করতে চাইছেন কেন্দ্রের সরকার। আমরা তার প্রতিবাদ জানাতে ও দিল্লিতে বিক্ষোভাকারীদের পাশে দাঁড়িয়ে আজ কলকাতার হাজরা থেকে রবীন্দ্র সদন পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল সংগঠিত করি। ন্যায় বিচারের জন্য কুস্তিগীররা যে আন্দোলন করছেন আমরা তার পাশে রয়েছি। এই বার্তাই আজকের প্রতিবাদ মিছিল থেকে দেওয়া হয়েছে আমাদের তরফে।"