Wrestlers Protest: ব্রিজ ভূষণ ইস্যু না মিটলে এশিয়ান গেমসে খেলবেন না সাক্ষী মালিকরা

ব্রিজ ভূষণ সিং ইস্যুর সমাধান না হলে আমরা এশিয়ান গেমসে অংশ নেব না। আপনারা বুঝতে পারছেন না আমাদের মনের ওপর দিয়ে ঠিক কী যাচ্ছে।

Wrestlers Protest. (Photo Credits: Twitter)

আর মাস দুয়েক পরেই শুরু হবে এশিয়ান গেমস (Asia Games 2023)। এদিকে,দেশের অধিকাংশ তারকা কুস্তিগিররা এখন সংস্থার সবাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং (Brij Bhushan Sharan Singh)-য়ের যৌন হেনস্থা কাণ্ডে শাস্তির দাবিতে আন্দোলনে ব্যস্ত। তাহলে এশিয়ান গেমস নিয়ে আন্দোলনরত দেশের কুস্তিগিররা কী ভাবছেন? এই বিষয়ে অলিম্পিক পদকজয়ী কুস্তিগির সাক্ষী মালিক ( Wrestler Sakshee Malikkh) সোনিপতে সাফ জানালেন, "ব্রিজ ভূষণ সিং ইস্যুর সমাধান না হলে আমরা এশিয়ান গেমসে অংশ নেব না। আপনারা বুঝতে পারছেন না আমাদের মনের ওপর দিয়ে ঠিক কী যাচ্ছে।"গত এশিয়ান গেমসে কুস্তিতে সোনাজয়ী দুই কুস্তিগিরই এখন ব্রিজ ভূষণের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন।

আগামী ২২ অগাস্ট থেকে চিনের হাংঝাউতে শুরু হবে এশিয়ান গেমস। গত এশিয়ান গেমসে কুস্তিতে ভারত দুটি সোনা ১টি ব্রোঞ্জ জিতেছিল। ২০১৮ এশিয়ান গেমস কুস্তিতে সোনাজয়ী বজরং পুনিয়া ও ভিনেশ ফোগাত এখন দেশের আন্দোলনরত কুস্তিগিরদের অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছেন।

দেখুন ভিডিয়ো

তবে গত এশিয়াডে ব্রোঞ্জ জয়ী দিব্যা কাকরান কুস্তিগিরদের আন্দোলনে নেই। বরং তিনি পাশে দাঁড়িয়েছেন কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের।

ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে অনড় সাক্ষী মালিক, বিনেশ ফোগাতদের পুলিশের নির্যাতন সহ্য করতে হয়। ব্রিজ ভূষণের বিরুদ্ধে শাস্তির দাবিতে নিজেদের পদক গঙ্গায় ছু়ড়ে ফেলার হুমকিও দিয়েছেন আন্দোলনরত দেশের কুস্তিগিররা।