Gautam Gambhir: পিটিয়ে একদিনে ৪০০ রান করে জয়, আবার ঠুকেঠুকে দু'দিন ব্যাটিংয়ে ড্র, ব্যাজবলের পাল্টা গুরু গম্ভীর দাওয়াই

Gautam Gambhir (Photo Credit: @SPORTYVISHAL/ X)

বেঙ্গালুরু, ১৪ অক্টোবর: যখনকার যা, তখনকার তা। এমন নীতি নিয়েই চলতে চান টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর। পরিস্থিতি চাইলে, একদিনে ৪০০ রান করতে হবে, আবার দরকার পড়লে, টানা দু'দিন ব্যাট করে ম্যাচ বাঁচাতে হবে। এমন কথাই টিম ইন্ডিয়ার ব্যাটিং নীতি বললেন গুরু গম্ভীর। ক দিন আগে কানপুরে ব্যাটিংয়ে একেবারে বিস্ফোরণ ঘটিয়ে টেস্ট জিতেছিল টিম ইন্ডিয়া। বৃষ্টিতে খেলার আড়াই দিন পুরোপুরি ধুয়ে যাওয়ার পর অতি আক্রমণাত্মক স্ট্র্যাটেজি নিয়ে বাংলাদেশকে কানপুর ড্র হতে চলা টেস্টে ৭ উইকেটে জিতেছিলেন রোহিত শর্মা-রা। গ্রিনপার্কে আয়োজিত সেই টেস্টে প্রথম ইনিংসে রোহিত-রা মাত্র ৩৪.৪ ওভারে করেছিলেন ২৮৫ রান। সেই ম্যাচেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ১০০, ১৫০, ২০০, এবং ২৫০ রানের নজির গড়ে টিম ইন্ডিয়া।

ইংল্যান্ডের 'ব্যাজ বল'ক্রিকেটকেও হার মানায় রোহিতদের কানপুরের সুনামি সুলভ ব্যাটিং। এরপর থেকেই জোর জল্পনা শুরু হয় কোচ ব্র্যান্ডন ম্যাকালাম-অধিনায়ক বেন স্টোকস জুটির ব্যাজবলের মত কোচ গৌতম গম্ভীর-অধিনায়ক রোহিত শর্মাও টেস্টে দলের ব্যাটিং তেমন কিছু আক্রমণাত্মক স্ট্র্যাটেজি আনতে চান।

দেখুন কী বললেন কোচ গৌতম গম্ভীর

বেঙ্গালুরুতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে এই বিষয়ে গম্ভীরকে প্রশ্ন করা হলে টিম ইন্ডিয়ার কোচ জানালেন, " আমরা এমনভাবে নিজেদের তৈরি করতে চাইছি যাতে টেস্টে একদিন ৪০০ রান তুলতে পারি। আবার প্রয়োজনে টানা দু'দিন ব্যাট করে যেতে পারি। এই বিষয়ে আসলে হল মানসিকতা। আমাদের সেটা আছে।"

এখন টেস্টে টিম ইন্ডিয়ার ব্যাটিংলাইন আপে আছেন-রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া-র মত ব্যাটার, যারা আইপিএলে একেবারে বিস্ফোরক কায়দায় ব্যাট করতে পারেন। চেতেশ্বর পূজারা বাদ পড়ার পর টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপে এখন সবাই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে পারেন।

টি-২০ বিশ্বকাপে দেশকে চ্যাম্পিয়ন করে টিম ইন্ডিয়ার কোচের দায়িত্ব ছেড়েছেন রাহুল দ্রাবিড়। গত মাসে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে টিম ইন্ডিয়ার কোচ হয়ে কাজ শুরু করেছেন গম্ভীর। গম্ভীরের কোচিংয়ে টিম ইন্ডিয়া টেস্টে আক্রমণাত্মক মেজাজে শুরু করেছেন। কোচ গম্ভীরের অগ্নিপরীক্ষায় ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্যাঙারুর দেশে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে।



@endif