Wayne Rooney : ১৫ ম্যাচ পরেই চাকরি গেলো বার্মিংহাম কোচ ওয়েন রনির

সাড়ে তিন বছরের চুক্তিতে কোচ হিসেবে বার্মিংহামে এসেছিলেন ওয়েন রুনি। কিন্তু তার আসার আগে ৬ নাম্বারে থাকা বার্মিংহাম এখন কুড়ি নাম্বারে নেমে গিয়েছে। আর তাই মাত্র ৮৩ দিনেই বার্মিংহামে শেষ হলো কোচ রুনির অধ্যায়।

Football (Photo Credit: Odisha FC/ Twitter)

কোচ হিসেবে শুরুটা একেবারেই ভালো হলো না বিশ্ব ফুটবলের অন্যতম সেরা চরিত্র ইংল্যান্ডের ওয়েন রুনির। ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপ ক্লাবের দল বার্মিংহাম সিটির কোচ হিসেবে রুনির কেরিয়ার মাত্র ৮৩ দিনেই ইতি ঘটলো। বার্মিংহাম সিটির কোচ হিসেবে পনেরোটা ম্যাচ পরেই সরিয়ে দেওয়া হলো ৩৮ বছরের কোচ রুনিকে। সোমবার লিডসের বিরুদ্ধে তিন গোলে হারের পর রুনিকে আর রাখল না বার্মিংহাম ক্লাব কর্তৃপক্ষ। প্রিমিয়ার লিগের পর ইংল্যান্ডের ক্লাব ফুটবলের দ্বিতীয় ডিভিশন চ্যাম্পিয়নশিপে বার্মিংহাম এখন ২০ নম্বরে আছে। রুনি আসার আগে যেখানে তার দল ছিল ৬ নম্বরে। চ্যাম্পিয়নশিপের প্রথম দুটি দল আগামী বছর প্রিমিয়ার লিগে উত্তীর্ণ হবে। প্রিমিয়ার লিগে ওঠার স্বপ্ন নিয়েই রুনিকে মৌসুমের মাঝপথে এনেছিল বার্মিংহাম সিটি। কিন্তু প্রিমিয়ার লিগে তো ওটা দূর কথা এখন অবনমন লড়তে হবে কোচ রুনির সদ্য প্রাক্তন ক্লাবকে। 

বার্মিংহামের কোচ হিসেবে অক্টোবরে দায়িত্ব নেওয়ার পর একেবারেই অবস্থা খারাপ হয়ে যায় ইংল্যান্ডের এক সময় প্রথম সারির এই দলটির। জন ইউজটাকে সরিয়ে সাড়ে তিন বছরের চুক্তিতে ম্যানচেস্টার ইউনাইটেড প্রাক্তন তারকা ফুটবলার রুনিকে কোচ হিসেবে আনে বার্মিংহাম। কিন্তু সাড়ে তিন বছরের চুক্তিতে এসে মাত্র ৮৩ দিনেই বার্মিংহামে শেষ হলো কোচ রুনির কেরিয়ার। মার্কিন ক্লাবের কোচের দায়িত্ব ছেড়ে বারভিং ভাবে এসেছিলেন রুনি।

ইংল্যান্ডে কোচ হিসেবে ১৩ সপ্তাহ পর চাকরি গিয়ে উনি বললেন ফুটবলে রেজাল্ট টাই শেষ কথা এটা ঠিক কিন্তু মাত্র ৮৩ দিন কোন কোচকে সময় দেওয়াটা মোটেই যথেষ্ট নয়। এর আগে ডার্বির দায়িত্বে থাকা রুনি বলছেন ২৫ হিসেবে তিনি আবার প্রত্যাবর্তন করবেন।