Watch: সুপারে ওভারে অস্ট্রেলিয়া বধ, স্টেডিয়ামে ঘুরে সমর্থকদের অভিবাদন জানালেন স্মৃতি-রা (দেখুন ভিডিও)
সুপার ওভারে ভারতীয় মহিলা দল প্রথমে ব্যাট করতে নেমে ২০ রান করে। কিন্তু জয়ের জন্য ২১ রানের প্রয়োজন থাকলেও অস্ট্রেলিয়া দল মাত্র ১৬ রান তুলতে সক্ষম হয়।
মুম্বাইয়ের ডাঃ ডিওয়াই পাটিল স্পোর্টস একাডেমিতে খেলা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল সুপার ওভারে। এই ম্যাচে অস্ট্রেলিয়ার দেওয়া ১৮৮ রান তাড়া করতে গিয়ে ভারতীয় দল ১৮৭ রানে পৌঁছতে সক্ষম হয়। এরপর সুপার ওভারে ভারতীয় মহিলা দল প্রথমে ব্যাট করতে নেমে ২০ রান করে। কিন্তু জয়ের জন্য ২১ রানের প্রয়োজন থাকলেও অস্ট্রেলিয়া দল মাত্র ১৬ রান তুলতে সক্ষম হয়। এরপর প্রতিযোগিতায় জয়ী হয় ভারত। এর পর ভারতীয় মহিলা দল ভারতীয় পতাকা বহন করে ডিওয়াই পাটিল স্টেডিয়ামে উপস্থিত ভক্তদের ধন্যবাদ জানায় তাদের সমর্থনের জন্য ।
দেখুন সেই ভিডিও-
১১ ডিসেম্বর (রবিবার) দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারত মহিলা দল অস্ট্রেলিয়াকে সুপার ওভারে পরাজিত করার পরে স্মৃতি মন্ধনা অপেক্ষমান অপূর্ব জনতাকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। সুপার ওভারে ২১ রানের মধ্যে ১৩ রান করে ম্যাচ সেরার পুরস্কার পান স্মৃতি মান্ধানা। ম্যাচ শেষের পর সোশ্যাল মিডিয়ায় এভাবেই নিজের প্রতিক্রিয়া জানান তিনি।
কি লিখলেন তিনি-