Coach VVS Laxman: লক্ষ্মণের কোচিংয়ে এশিয়ান গেমসে নামছে ঋতুরাজের টিম ইন্ডিয়া
বিশ্বকাপের মুখেই চিনের হাংঝাউতে চলবে এশিয়ান গেমসে ক্রিকেটের ইভেন্ট। এবার এশিয়ান গেমসে ভারতের পুরুষ ও মহিলা-উভয় দলকেই খেলতে দেখা যাবে।
বিশ্বকাপের মুখেই চিনের হাংঝাউতে চলবে এশিয়ান গেমসে ক্রিকেটের ইভেন্ট। এবার এশিয়ান গেমসে ভারতের পুরুষ ও মহিলা-উভয় দলকেই খেলতে দেখা যাবে। বিশ্বকাপের মুখে হওয়ায় এশিয়ান গেমসে পুরুষেদর দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে বিসিসিআই। ঋতুরাজ গায়কোয়েড়ের নেতৃত্বে এশিয়াডে সোনা জয়ের লড়াইয়ে নামবে টিম ইন্ডিয়া। আর ভিভি এস লক্ষ্মণের (VVS Laxman) কোচিংয়ে আসন্ন এশিয়ান গেমসে (Asian Games 2023) নামছে টিম ইন্ডিয়া (Team India)।
এর আগে আগামী ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট এবং ওয়ানডে সিরিজে কোচ হিসেবে গিয়েছিলেন দ্রাবিড়। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-২০ সিরিজে দ্রাবিড়, লক্ষ্মণ দু'জনকেই বিশ্রাম দেওয়া হয়েছিল। দ্রাবিড়ের কোচিংয়ে বিশ্বকাপে রোহিত শর্মা (Rohit Sharma)-দের কোচ হিসেবে দেখা যাবে। আরও পড়ুন-এশিয়া কাপের আগে ওয়ানডে র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়াকে টপকে শীর্ষে পাকিস্তান
দেখুন টুইট
এক ঝলকে দেখে নেওয়া যাক এশিয়ান গেমসের জন্য ঘোষিত ভারতীয় দল: ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), যশস্বী জসওয়াল, রাহুল ত্রিপাঠি, তিলক বর্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, আবেশ খান, আর্শদীপ সিং, মুকেশ কুমার, শিবম মাভি, শিবম দুবে, প্রভসিমরন সিং (উইকেটকিপার)। স্ট্যান্ড-বাই: যশ ঠাকুর, সাই কিশোর, বেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা ও সাই সুদর্শন।