Cricket News: ফের সেঞ্চুরি বিরাটের, চাপের মুখে দারুণ ইনিংস
দলীপ ট্রফিতে উত্তরাঞ্চলের বিরুদ্ধে প্রথম দিনে দুরন্ত সেঞ্চুরি করলেন পূর্বাঞ্চলের তারকা ব্যাটার বিরাট সিং।
পুদুচেরি, ৯ সেপ্টেম্বর: দলীপ ট্রফিতে উত্তরাঞ্চলের বিরুদ্ধে প্রথম দিনে দুরন্ত সেঞ্চুরি করলেন পূর্বাঞ্চলের তারকা ব্যাটার বিরাট সিং (Virat Singh)। পুদুচেরিতে ম্যাচের প্রথম দিনে পূর্বাঞ্চলের হয়ে চার নম্বরে ব্যাট করতে নেমে ঝাড়খণ্ডের বিরাট ১১৭ রান করলেন। ঘরোয়া ট্রফিতে শেষ বার বিরাট খেলেছিলেন রঞ্জির কোয়ার্টার ফাইনালে বাংলার বিরুদ্ধে।
সেই ম্যাচে বিরাট করেছিলেন ১১৩ রান। তার মানে প্রথম শ্রেণীর ক্রিকেটে টানা দুটো ম্যাচে সেঞ্চুরি করলেন ধোনির রাজ্যের বিরাট। আরও পড়ুন-১০২০ দিন পর শতরান, ম্যাচ শেষে রোহিত শর্মার সঙ্গে খোলামেলা আলোচনায় বিরাট কোহলি; দেখুন ভিডিও
দেখুন টুইট
এদিন পূর্বাঞ্চলের হয়ে ওপেন করতে নেমে বাংলার সুদীপ ঘরামি ৬৮ রানের ইনিংস খেললেন। তবে আইপিএলে নজর কাড়া অসমের রিয়ান পরাগ (৮) ওপেন করতে নেমে ব্যর্থ হলেন।
দেখুন টুইট
তিনে নেমে বাংলার অনুষ্টুপ মজুমদার (৪৭) একটুর জন্য হাফ সেঞ্চুরি হাতছাড়া করলেন। অধিনায়ক মনোজ তিওয়ারি ১০১ বল খেলে ২৭ রানে আউট হন। শেষ খবর পাওয়া পর্যন্ত পূর্বাঞ্চলের স্কোর ৬ উইকেটে ৩৪০। উত্তরাঞ্চলের হয়ে সিদ্ধার্থ কৌল, নভদীপ সাইনি-র মত বোলার আছে।