Virat Kohli: আইপিএলে ট্র্য়াজিক পরিণতি, কালই টেস্ট ফাইনাল খেলতে ইংল্যান্ডে উড়ে যাচ্ছেন বিরাট কোহলি

চলতি আইপিএলে টানা দুটি ম্যাচে অবিশ্বাস্য সেঞ্চুরি করেও বিদায় নিতে হয়েছে বিরাট কোহলিকে। আইপিএলে ট্র্য়াজিক হিরো কোহলি এবার দেশকে টেস্টে দেশকে বিশ্বকাপ এনে দিতে মরিয়া।

Virat Kohli (Photo Credit: Instagram)

চলতি আইপিএলে টানা দুটি ম্যাচে অবিশ্বাস্য সেঞ্চুরি করেও বিদায় নিতে হয়েছে বিরাট কোহলিকে। আইপিএলে ট্র্য়াজিক হিরো কোহলি এবার দেশকে টেস্টে দেশকে বিশ্বকাপ এনে দিতে মরিয়া। আর সময় নষ্ট না করে মঙ্গলবারই ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়ে যাচ্ছেন বিরাট। কোহলির সঙ্গে কাল, মঙ্গলবার ইংল্যান্ডে যাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুররা, উমেশ যাদব ও জয়দেব উনাদকট। কোচ রাহুল দ্রাবিড়ও কাল ইংল্যান্ডে রওনা দিচ্ছেন।  অধিনায়ক রোহিত শর্মা, ওপেনার শুভমান গিল সহ আইপিএলের প্লে অফে খেলা টিম ইন্ডিয়ার বাকি ক্রিকেটাররা ২৯ মে রওনা দেবেন ইংল্যান্ডে।

আগামী ৭ জুন ইংল্যান্ড ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টিম ইন্ডিয়া নামবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। বিরাটের এখন যাবতীয় মনসংযোগ এই ফাইনালকে নিয়ে। দীর্ঘদিন আইসিসি টুর্নামেন্টে ট্রফি নেই ভারতের। বিরাটের পাশাপাশি আইপিএল থেকে বিদায় নেওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের স্কোয়াডে থাকা ভারতীয় ক্রিকেটাররা ইংল্যান্ডে উড়ে যাচ্ছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে সম্রাটের আসনে বসলেও বিরাট আইসিসি চ্যাম্পিয়নশিপগুলিতে ট্রফি জিততে পারছেন না। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জিতেই আইসিসি ট্রফিতে খরা কাটাতে চাইছেন বিরাট। আরও পড়ুন-আইপিএল সফর শেষ, বিমানবন্দরে অবসন্ন মুখে দেখা গেল বিরাট ও অনুষ্কাকে (দেখুন ভিডিও)

রবিবার বেঙ্গালুরুতে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আরসিবি-র হয়ে একা কুম্ভ রক্ষা করে কোহলি ১০১ রানে অপরাজিত ইনিংস খেলেছিলেন। কিন্তু গুজরাটের ওপেনার শুবমান গিলের দুরন্ত সেঞ্চুরিতে ম্যাচ জিতে নেন হার্দিক পান্ডিয়ারা, ফলে বিদায় নেয় বেঙ্গালুরু, চতুর্থ হয়ে প্লে অফে ওঠে মুম্বই ইন্ডিয়ন্স।