Virat Kohli Wicket Video: ভরা কোটলায় বিরাট ভাটা, ৬ রানে ক্লিন বোল্ড কোহলি

সব উন্মাদনায় জল। শুক্রবার কোটলায় রেলওয়েজের বিরুদ্ধে রঞ্জি ট্রফির দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে মাত্র ৬ রানে আউট হয়ে গেলেন বিরাট কোহলি।

Virat Kohli Wicket Video: ভরা কোটলায় বিরাট ভাটা, ৬ রানে ক্লিন বোল্ড কোহলি
Virat Kohli. (Photo Credits: X)

সব উন্মাদনায় জল। শুক্রবার কোটলায় রেলওয়েজের বিরুদ্ধে রঞ্জি ট্রফির দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে মাত্র ৬ রানে আউট হয়ে গেলেন বিরাট কোহলি (Virat Kohli)। রেলওয়েজের ২৯ বছরের পেসার হিমাংশু সাঙ্গওয়ানের বলে বোল্ড হয়ে গেলেন দিল্লির মহাতারকা কোহলি। ফর্মে ফেরার মঞ্চকে কাজে লাগাতে পারলেন না বিরাট। ১৩ বছর পর রঞ্জিতে নেমে হতাশ করলেন ৩৬ বছরের কোহলি।

গতকালের মত এদিনও কোটলায় বহু দর্শক কোহলিকে দেখতে মাঠে আসেন। কোহলির ছবি, পোস্টার, ব্যানার হাতে হাজির ছিলেন দর্শকরা। কোটলা বা অরুণ জেটলি স্টেডিয়ামকে দেখে মনে হচ্ছে যেন আন্তর্জাতিক ম্যাচ চলছে। সাম্প্রতিককালে কোনও রঞ্জি ম্যাচকে নিয়ে এত উতসাহ দেখা যায়নি। কিন্তু সাঙ্গওয়ানের একটা ডেলিভারি দর্শকদের সব উন্মাদনায় জল ঢেলে দিল। সেই সঙ্গে কোহলির ফর্ম নিয়েও আরও একবার প্রশ্ন তুলল।

ক্লিন বোল্ড কোহলি

 

যশ ধুলের আউটের পর কোহলি যখন ব্যাট করতে নামছেন, তখন গোটা মাঠের সবাই উঠে দাঁড়িয়ে তাঁকে স্বাগত জানালেন। শুরুতে নেমেই কোহলি বাউন্ডারি হাঁকান। দর্শকদের উন্মাদনা একেবারে তুঙ্গে উঠে। হাততালির আওয়াজ শুনলে মনে হবে, কোহলি হয়তো বিশ্বকাপে সেঞ্চুরি হাঁকালেন। ইনিংসের ২৮তম ওভারে সাঙ্গওয়ানের চতুর্থ ডেলিভারিতে কোহলি বোল্ড হতেই গোটা মাঠে শ্মশানের নিরবতা নেমে আসে। কোহলির আউটের পরই অনেক দর্শক হতাশায় মাঠে ছাড়েন। রেলওয়েজের ২৪১ রানের জবাবে ৯৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপে রয়েছে দিল্লি।

শেষবার কোহলি রঞ্জি ট্রফিতে ২০১২ সালের নভেম্বরে গাজিয়াবাদে উত্তর প্রদেশের বিরুদ্ধে। এদিকে, সৌরাষ্ট্রের হয়ে খেলতে নেমে চেতেশ্বর পূজারা আউট হন ৯৯ রানে। আর মুম্বইয়ের অধিনায়ক আজিঙ্কা রাহানে আউট হয়েছেন ৯৬ রানে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)



সম্পর্কিত খবর

Ajker Rashifal, 28 February, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

National Science Day 2025: ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত রাজস্থান সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আয়োজিত জাতীয় বিজ্ঞান দিবস সম্পর্কে জেনে নিন বিস্তারিত...

National Science Day 2025: জাতীয় বিজ্ঞান দিবস কবে? জেনে নিন জাতীয় বিজ্ঞান দিবসের ইতিহাস ও গুরুত্ব...

Sunil Gavaskar on Imran Khan: সুনীল গাভাস্করকে টেস্টে ১০ হাজার রান করতে সাহায্য করেন ইমরান খান! শুনুন অজানা গল্প

Share Us