Ashes Test: সিডনি টেস্টে দু ইনিংসে সেঞ্চুরি করে নজির খোয়াজার, ইংল্যান্ডের চাই ৩৮৮
রাজার মত ফিরে আসা বোধহয় একেই বলে। ট্রেভিস হেড চোট পাওয়ায়, দু বছর পর জাতীয় দলে খেলার সুযোগ পেয়েই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করে নজির গড়লেন। তাও আবার যেমন তেমন নয়, একেবারে অ্যাসেজ সিরিজে।
সিডনি, ৮ জানুয়ারি: রাজার মত ফিরে আসা বোধহয় একেই বলে। ট্রেভিস হেড চোট পাওয়ায়, দু বছর পর জাতীয় দলে খেলার সুযোগ পেয়েই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করে নজির গড়লেন। তাও আবার যেমন তেমন নয়, একেবারে অ্যাসেজ সিরিজে (Ashes Test Series 2021-22)। এমনই রাজকীয় প্রত্যাবর্তন করলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান উসমান খোয়াজা (Usman Khawaja)। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি অ্যাসেজের চতুর্থ টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করে নজির গড়লেন খোয়াজা। প্রথম ইনিংসে ১৩৭ রানের দুরন্ত ইনিংস খেলার পর খোয়াজা দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করলেন। দ্বিতীয় ইনিংসে ৮৬ রানে ৪ উইকেট পড়ে বিপদে পড়ে গিয়েছিল অজিরা। সেখান থেকে ক্যামরন গ্রিনকে দারুণ পার্টনারশিপ করে দলকে নিশ্চিন্তের জায়গায় পৌঁছে দেন খোয়াজা।
খোয়াজা-গ্রিন পঞ্চম উইকেটে ১৭৯ রানের পার্টনারশিপ গড়েন। অস্ট্রেলিয়া ৬ উইকেটে ২৬৫ রানে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে। ইংল্যান্ডকে জিততে হলে করতে হবে ৩৮৮ রান। আগামিকাল, রবিবার খেলার শেষ দিন। আরও পড়ুন: পাকিস্তানি পেসার হারিস রউফকে উপহার পাঠালেন এমএস ধোনি! কী উপহার?
এদিন ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ২৯৪ রানে। জনি বেয়ারস্টো ১১৩ রানে আউট হন, শেষের দিনে মার্ক উড (৩৯) ভাল খেলেন। ১২২ রানের লিড নিয়ে খেলতে নেমে ডেভিড ওয়ার্নার (৩) শুরুতেই আউট হয়ে যান। মার্কস হ্যারিস (২৭), মার্নাস লাবুচেনে (২৯), স্টিভ স্মিথ (২৩)-ও বেশি দূর যেতে পারেননি। সেখান থেকে উসমান খোয়াজা-ক্যামেরন গ্রিন দারুণ খেলেন ।
দেখুন টুইট
কাল ইংল্যান্ডকে অল আউট করতে পারলেই ৪-০ এগিয়ে যাবে অস্ট্রেলিয়া। সেক্ষেত্রে ১৩ জানুয়ারি থেকে হোবার্টে পঞ্চম টেস্টটা অজিদের কাছে হোয়াইটওয়াশ করার ম্যাচ হবে।