WTC Final 2023: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেট বোলার হিসেবে যাচ্ছেন মুকেশ, উমরনরা

আগামী জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে।

Outstanding effort from India to go 1-0 up against Australia in the Border-Gavaskar Trophy

আগামী জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিন বাদে ভারতীয় দলে প্রত্যাবর্তন হল আজিঙ্কা রাহানের। জশপ্রীত বুমরার অনুপস্থিতিতে টিম ইন্ডিয়ার বোলিং লাইন আপে আছেন পাঁচ স্পেশালিস্ট পেসার- মহম্মদ সামি, উমেশ যাদব, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর ও জয়দেব উনাদকট। তিন স্পিনার অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে রোহিত শর্মা, বিরাট কোহলিদের ভাল প্রস্তুতির জন্য দেশের প্রতিশ্রুতিবান চারজন পেসারকে নেট বোলার হিসেবে ইংল্যান্ডে পাঠাতে চলেছে বিসিসিআই।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টিম ইন্ডিয়ার নেট বোলার হিসেবে যাচ্ছেন জম্মু-কাশ্মীরের স্পিডস্টার উমরান অকমল, বাংলার পেসার মুকেশ কুমার, দিল্লির নভদীপ সাইনি ও হরিয়ানার জোরে বোলার কুলদীপ সেনকে। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জোস হ্যাজেলউড, ডগ বোল্যান্ডদের মত গতিময় পেসারদের বল খেলতে যাতে অসুবিধা না হয় তাই উমরন, মুকেশদের নেটে কোহলিদের প্রস্তুতির জন্য পাঠানো হচ্ছে।

দেখুন টুইট

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড-

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, কেএল রাহুল, কেএস ভারত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মহম্মদ শামী, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট।