Umesh Yadav Visited Mahakal in Ujjain: বিরাট কোহলির পর এবার মহাকাল মন্দিরে পুজো দিলেন সস্ত্রীক উমেশ যাদব
মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বরবা মহাকাল মন্দিরে এবার পুজো দিলেন ভারতীয় দলের তারকা পেসার উমেশ যাদব।
আইপিএল খেলতে কলকাতায় আসার আগে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বরবা মহাকাল মন্দিরে এবার পুজো দিলেন ভারতীয় দলের তারকা পেসার উমেশ যাদব। রুদ্রসাগর হ্রদের তীরে মহাকাল মন্দিরে সস্ত্রীক উমেশকে দেখা গেল পুজো দিতে। মহাকাল মন্দিরে পুজো দিয়ে দীর্ঘদিন বাদে টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে ফর্মে ফেরেন বিরাট কোহলি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইন্দোর টেস্টে আড়াই দিনে হারের পর অনুষ্কা শর্মাকে নিয়ে উজ্জয়িনীর এই মহাকাল মন্দিরে গিয়েছিলেন বিরাট। খুব ভক্তি ভরে পুজো করতে দেখা যায় বিরাট-অনুষ্কাকে। এরপরই বিরাট ফর্মে ফেরেন।
দেখুন উমেশ যাদবের মহাকাল মন্দিরে পুজোর ভিডিয়ো
ক মাস আগেও বিধ্বংসী ফর্মে থাকা ৩৫ বছরের বিধ্বংসী পেসার উমেশ এখন কিছুটা অফ ফর্মে। আমেদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গোটা ম্যাচে ৩০ ওভার বল করে ১২৬ রান দিলেও একটা উইকেটও পাননি। জশপ্রীত বুমরা ফিরলে উমেশের টেস্ট দলে থাকা নিয়ে প্রশ্ন উঠবে। আইপিএলে নিজেকে প্রমাণের সুযোগ কেকেআর-এর তারকা পেসার উমেশ যাদবের সামনে।
এবার দেখা যাক মহাকাল মন্দিরে পুজো দিয়ে বিরাটের মত ফর্মে ফেরেন কি না উমেশ। বিরাটের আগে সূর্যকুমার যাদব, অক্ষর প্য়াটেলের মত ভারতের তারকা ক্রিকেটাররা মহাকাল মন্দিরে পুজো দিয়েছিলেন।