WTC Final 2023: চোট সারিয়ে ফিটনেস পরীক্ষায় পাশ করে ইংল্যান্ডে যাচ্ছেন উমেশ, উনাদকট

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ভারতীয় শিবিরে স্বস্তি। আগামী ৭ জুন ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে খেলার জন্য ফিটনেস পরীক্ষায় পাশ করলেন ভারতের দুই তারকা পেসার উমেশ যাদব ও জয়দেব উনাদকট।

Jaydev Unadkat. (Photo Credits:Twitter)

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ভারতীয় শিবিরে স্বস্তি। আগামী ৭ জুন ওভাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে খেলার জন্য ফিটনেস পরীক্ষায় পাশ করলেন ভারতের দুই তারকা পেসার উমেশ যাদব ও জয়দেব উনাদকট। বেঙ্গালুরুতে এনসি-র বিশেষজ্ঞদের সামনে ফিটনেস পরীক্ষায় সসম্মানে পাশ করলেন উমেশ, উনাদকট। এই দুই তারকা পেসারের ফিটনেস সমস্যায় ইংল্য়ান্ডে যাওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল। জশপ্রীত বুমরা, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, কেএল রাহুলদের মত তারকাদের চোটের জন্য পাচ্ছে না টিম ইন্ডিয়া। তাই উমেশ, উনাদকটকে নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল

চলতি আইপিএলে কেকেআর-এর হয়ে খেলার সময়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন উমেশ। গত ২৬ এপ্রিল, বেঙ্গালুরুর বিরুদ্ধে শেষবার আইপিএলে খেলেন। তবে এর মধ্যে চোট সেরেছে উমেশের। অন্যদিকে লখনৌ সুপার জায়েন্টেসের জার্সিতে সৌরাষ্ট্রের তারকা পেসার জয়দেব উনাদকট শেষ ম্যাচ খেলেন গত ১০ এপ্রিল। উমেশ যাদব, জয়দেব উনাদকট কাল, মঙ্গলবার ইংল্যান্ডে উড়ে যাচ্ছেন। অজিদের বিরুদ্ধে ফাইনালের জন্য ভারতীয় দলে আছেন পাঁচ পেসার মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, উমেশ যাদব ও জয়দেব উনাদকট। রিজার্ভে রাখা হয়েছে বাংলার পেসার মুকেশ কুমারকে।

ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে উইকেটকিপার সহ ৬জন ব্যাটার, এক অলরাউন্ডার পেসার, তিন স্পেশালিস্ট পেসার, এক স্পেশালিস্ট স্পিনারে খেলতে পারে টিম ইন্ডিয়া। মহম্মদ শামি, মহম্মদ সিরাজের সঙ্গে উমেশ যাদবকে দেখা যেতে পারে। এক পেসার অলরাউন্ডার হিসেবে শার্দুল ঠাকুর খেলতে পারেন। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজার মত যে কোনও একজন খেলতে পারেন। ব্যাটিং লাইনআপে হতে পারে এমন- রোহিত শর্মা, শুবমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, ইশান কিষাণ বা কেএস ভরত (উইকেটকিপার)।