UEFA Euro 2020: ফেভারিট নয়, তবে যে পাঁচটা দেশ এবার ইউরোয় চমকে দিতে পারে

শুক্রবার, ১১ জুন থেকে শুরু হচ্ছে এবারের ইউরো কাপ। ২৪টি দেশকে নিয়ে ইউরোপের ১১টি দেশের ১১টি শহরে হচ্ছে এবারের ইউরো কাপ। ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, পর্তুগাল, স্পেন, ইতালি, বেলজিয়ামকে এবারের ইউরোয় ফেভারিট হিসেবে ধরা হচ্ছে। তবে এইসব ফেভারিট দেশগুলির বাইরে চমকে দিতে পারে এমন পাঁচটা দেশ, সেগুলি একবার দেখে নিন।

শুক্রবার, ১১ জুন থেকে শুরু হচ্ছে এবারের ইউরো কাপ (UEFA Euro 2020)। ২৪টি দেশকে নিয়ে ইউরোপের ১১টি দেশের ১১টি শহরে হচ্ছে এবারের ইউরো কাপ। ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, পর্তুগাল, স্পেন, ইতালি, বেলজিয়ামকে এবারের ইউরোয় ফেভারিট হিসেবে ধরা হচ্ছে। তবে এইসব ফেভারিট দেশগুলির বাইরে চমকে দিতে পারে এমন পাঁচটা দেশ, সেগুলি একবার দেখে নিন। আরও পড়ুন: জানুন এবারের ইউরো কাপ নিয়ে জানা-অজানা প্রয়োজনীয় তথ্য

১) ক্রোয়েশিয়া (Croatia): ২০১৮ বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়াকে এবার ইউরোয় ফেভারিট ধরা হচ্ছে না। ঠিক যেভাবে ২০১৮ রাশিয়ায় আয়োজিত বিশ্বকাপেও আন্ডারডগ হিসেবে নেমে একেবারে রানার্স হয়ে দেখিয়েছিল ক্রোটরা। ক্রোয়েশিয়া এবার আছে গ্রুপ ডি-তে। ইংল্যান্ড, স্কটল্যান্ড, চেক প্রজাতন্ত্রের সঙ্গে।

২) ইউক্রেন (Ukraine National Football Team): বরাবর শক্তিশালী দল নিয়ে আসে। কিন্তু সেভাবে কিছু করতে পারে না। এবার ইউকি্রেন চমকে দিতে পারে। গ্রুপ সি-তে নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, নর্থ ম্যাসেডোনিয়ার সঙ্গে এক গ্রুপে আছে ইউক্রেন। গ্রুপ পর্বের বাধা টপকানো কঠিন নয়। খুব মজবুত ডিফেন্সের দল ইউক্রেনকে নক আউটে হারানো কঠিন হবে।

৩) ওয়েলশ (Wales): ২০১৬ ইউরো কাপ থেকে বিশ্ব ফুটবলে ওয়েলশের পুনর্জন্ম হয়েছে। গত ইউরোয় চোখধাঁধানো ফুটবল খেলে সেমিফাইনালে ওঠে ওয়েলশ। তার আগে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বে অসাধারণ ফুটবল খেলে বিশ্ব ফুটবল ক্রম তালিকায় সেরা দশে উঠে আসে। ওয়েলশের মহাউত্থানের পিছনে বড় অবদান বিশ্ব ফুটবলের মহাতারকা গ্যারেথ বেলের। বেলের পাশাপাশি এবার চেলসির এথান আম্পাদুর মত তারকার জন্য ওয়েলশ বড় কিছুর স্বপ্ন দেখছে। গত ইউরোয় রোনাল্ডোর কাছে হেরে ফাইনালে ওঠা হয়নি বেলের। এবার হিসেব উল্টে দিতে মরিয়া ওয়েলশ। গ্রুপ এ-তে ইতালি, সুইজারল্যান্ড, তুরস্ক-র সঙ্গে এক গ্রুপে।

৪) তুরস্ক (Turkey):  বরাবর টাফ ফুটবল খেলা তুরস্ক আন্তর্জাতিক আসরে নিজেদের প্রমাণ করে। ২০০২ বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত উঠে ফুটবল বিশ্বে নিজেদের শক্তি দেখিয়েছিল তুরস্ক। ২০০৮ ইউরো কাপেও শেষ চারে উঠেছিল তুরস্ক। কিন্তু হাকান সুকুরের দেশ এরপর থেকে আন্তর্জাতিক ফুটবলে ধারাবাহিকতা দেখাতে পারেনি। তবে এবারের ইউরোয় চমকে দিতে পারে তুরস্ক। ইউরো যোগ্যতাপর্বে নেদারল্যান্ডস, নরওয়ের বিরুদ্ধে বড় জয়টাই প্রমাণ করে তুরস্ক এবার বড় চ্যালেঞ্জ দিতে চলেছে। গ্রুপ এ-তে ইতালি, সুইজারল্যান্ড, ওয়েলসের বিরুদ্ধে আছে তুরস্কর। বোঝাই যাচ্ছে বেশ কঠিন গ্রুপ তুরস্কের। একবার গ্রুপের বাধা টপকালে তুরস্ক চমকে দিতে পারে।

৫) সুইডেন (Sweden): এবার ইউরোয় চমকে দিতে পারে সুইডিশরা। লড়াকু দল হিসেবে বিশ্ব ফুটবলে বন্দিত সুইডেন এবার ইউরোয় আছে গ্রুপ ই-তে। স্পেন, পোল্যান্ড, স্লোভাকিয়ার সঙ্গে। মহাতারকা জ্লাতান ইব্রাহিমোভিচ না থাকলেও, জুভেন্তাসের দেজান কুলুসেভস্কির মত তারকা ফুটবলাররা টিমগেমে ভর করে দলকে ভাল জায়গায় নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন।

এ ছাড়াও ডেনমার্ক, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্রও চমক দেওয়ার ক্ষমতা রাখে।